মোহের বাঁধন

রকিব লিখন ৩ অক্টোবর ২০১৩, বৃহস্পতিবার, ১২:৫৪:৪৬পূর্বাহ্ন কবিতা ১২ মন্তব্য

জাগ্রত স্বপ্ন নিদ্রাতাড়িত মোহের বাঁধনে
ভাবনার দরিয়ায় স্বপ্নের স্বপ্নীল বোধে
অবারিত প্রেম খেলে সাত রঙের রামধনু
ডুমুরের ফুলের অদৃশ্য স্বপ্লীল সুধায়
নাও ভাসিয়ে প্রেম চলে বোধ হতে জীবনে
আঙ্গুলে আঙ্গুলে প্রেম খেলায় অমৃত সুধা
জল সমুদ্রের ঢেউ খেলার ডুব সাঁতারে
ভাসমান জীবনের ইতি মোহের বাঁধনে।

0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ