মোদের কলেজ লালমাটিয়া

সুপর্ণা ফাল্গুনী ২৫ জানুয়ারী ২০২০, শনিবার, ১০:৫৪:২১অপরাহ্ন কবিতা ৩৬ মন্তব্য

ও আমাদের লালমাটিয়া কলেজ,
তুমি যে আমাদের দাও কত নলেজ।
তোমার জন্যই আজ আমাদের এখানে আসা,
তাইতো তোমার জন্য এতো ভালোবাসা।
তুমি মোদের দাও যে কত জ্ঞানের আলো,
তাইতো মোদের লাগে কত ভালো।
নিত্যনতুন কত মেয়ের যাওয়া-আসা,
তারই মাঝে আমাদের অনেক ভরসা।
কত মেয়ে যে আসে কত আশা নিয়ে,
শেষপর্যন্ত কিছু না পেয়ে করতে হয় যে বিয়ে।
কত মেয়ের স্বপ্ন যে হবে ডাক্তার-ইঞ্জিনিয়ার,
আবার অনেকের আশা শুধুই চাকরি পাওয়ার।
অনেকে বড়লোক স্বামী পাবার আশায় এখানে আসে,
স্বপ্ন ভগ্ন হয় যখন যৌতুক চেয়ে বসে।
বাবা-মা অনেক আশা নিয়ে পাঠায় এখানে পড়তে,
মেয়েরা সে স্বপ্ন ভেঙ্গে যায় হেথায়-সেথায় ঘুরতে।
বাবা-মা জানে ও না মেয়েদের কান্ড-কারখানা,
কলেজেতে পড়ে মেয়ে তাই ভেবে থাকে আটখানা।
বারান্দাতে দাঁড়িয়ে কত মেয়ে টাঙ্কি মারে,
ধরা পড়লে ম্যাডাম-স্যারেরা মুখের ধমক ছাড়ে।
ফার্স্ট ইয়ারে পড়ে মেয়েরা মনের আকাশেতে উড়ে,
সেকেন্ড ইয়ারে উঠে মেয়েরা মরার মতো পড়ে।
ভালো রেজাল্ট পেয়ে মেয়েরা কলেজটাকে ছাড়ে,
ফেলটু মেয়েরা হাপুস-হুপুস কাঁদে হাত-পা ছুঁড়ে।
খারাপ মেয়েদের কলেজেতে হয় যে আবার ঠাঁই,
পাশ করা মেয়েরা কলেজটাকে জানায় গুডবাই।

৫১৬জন ৩৫৬জন
3 Shares

৩৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ