
ও আমাদের লালমাটিয়া কলেজ,
তুমি যে আমাদের দাও কত নলেজ।
তোমার জন্যই আজ আমাদের এখানে আসা,
তাইতো তোমার জন্য এতো ভালোবাসা।
তুমি মোদের দাও যে কত জ্ঞানের আলো,
তাইতো মোদের লাগে কত ভালো।
নিত্যনতুন কত মেয়ের যাওয়া-আসা,
তারই মাঝে আমাদের অনেক ভরসা।
কত মেয়ে যে আসে কত আশা নিয়ে,
শেষপর্যন্ত কিছু না পেয়ে করতে হয় যে বিয়ে।
কত মেয়ের স্বপ্ন যে হবে ডাক্তার-ইঞ্জিনিয়ার,
আবার অনেকের আশা শুধুই চাকরি পাওয়ার।
অনেকে বড়লোক স্বামী পাবার আশায় এখানে আসে,
স্বপ্ন ভগ্ন হয় যখন যৌতুক চেয়ে বসে।
বাবা-মা অনেক আশা নিয়ে পাঠায় এখানে পড়তে,
মেয়েরা সে স্বপ্ন ভেঙ্গে যায় হেথায়-সেথায় ঘুরতে।
বাবা-মা জানে ও না মেয়েদের কান্ড-কারখানা,
কলেজেতে পড়ে মেয়ে তাই ভেবে থাকে আটখানা।
বারান্দাতে দাঁড়িয়ে কত মেয়ে টাঙ্কি মারে,
ধরা পড়লে ম্যাডাম-স্যারেরা মুখের ধমক ছাড়ে।
ফার্স্ট ইয়ারে পড়ে মেয়েরা মনের আকাশেতে উড়ে,
সেকেন্ড ইয়ারে উঠে মেয়েরা মরার মতো পড়ে।
ভালো রেজাল্ট পেয়ে মেয়েরা কলেজটাকে ছাড়ে,
ফেলটু মেয়েরা হাপুস-হুপুস কাঁদে হাত-পা ছুঁড়ে।
খারাপ মেয়েদের কলেজেতে হয় যে আবার ঠাঁই,
পাশ করা মেয়েরা কলেজটাকে জানায় গুডবাই।
৩৬টি মন্তব্য
তৌহিদ
কবিতায় কলেজ জীবনকে বর্ণনা করা যথেষ্ট কষ্টসাধ্য বিষয়। আপনি সুন্দরভাবেই তা পেরেছেন। কলেজ জীবন অনেক মধুর একটি ছোট্ট সময়।
ভালো লাগলো আপু।
সুপর্ণা ফাল্গুনী
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। এটা কলেজে উঠেই লেখা। শুভ কামনা রইলো
সুপায়ন বড়ুয়া
কলেজ নিয়ে ভাবনা
জানা ছিল অজানা।
আপনার লেখায় সবকিছু
মিটে গেল পাওনা।
শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
অনেক ধন্যবাদ দাদা। মিটাতে পেরে পাওনা। শুভ কামনা রইলো আপনার জন্য ও
সঞ্জয় মালাকার
দিদি কলেজ নিয়ে ভাবনা, পড়ে অনেক ভালো লাগালো।
তবে দিদি এত্তো কিছু জানা ছিলনা কারন কলেজে যাওয়া হয়নি, আর যাওয়ার ও সুভাগ্য হয়ন কুনু নরক এক দুই ক্লাস পড়েছি।
ধানব্যাদ দিদি আপনার জন্য রইলো শুভ কামনা ভালো থাকুন সবসময় ।
সুপর্ণা ফাল্গুনী
শুনে খারাপ লাগলো। ধন্যবাদ দাদা। ভালো থাকুন সবসময় শুভ কামনা রইলো
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দিদিভালো থাকুন সবসময় শুভ কামনা।
নৃ মাসুদ রানা
বাহ! কলেজ নিয়েও কবিতা লেখা যায়। আমি অনুপ্রেরণা পেলাম…
ভালো লাগলো.।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। শুভ কামনা রইলো
এস.জেড বাবু
কত মেয়ে যে আসে কত আশা নিয়ে,
শেষপর্যন্ত কিছু না পেয়ে করতে হয় যে বিয়ে।
কি চমৎকার লিখেন আপু, দারুন ।
বারান্দাতে দাঁড়িয়ে কত মেয়ে টাঙ্কি মারে,
ধরা পড়লে ম্যাডাম-স্যারেরা মুখের ধমক ছাড়ে।
হাহাহা- চমৎকার / নিরেট বাস্তবতার পরশ পেলাম প্রতিটি কথায়। অসাধারণ উপস্থাপন । শুভকামনা।
সুপর্ণা ফাল্গুনী
অনেক ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন শুভ কামনা রইলো
ত্রিস্তান
গোপন খবর সব তো ফাঁস করে দিলেন হা হা হা 😀
বারান্দায় দাঁড়িয়ে টাঙ্কি মারে…দেখি সময় পাইলে সামনের রাস্তার মোড়ে একটু আড্ডা দেবো নি 😜😺
সুপর্ণা ফাল্গুনী
ওকে চলে যান। 🤭🤭🤭 ধন্যবাদ ভাইয়া
ইসিয়াক
বেশ ভালো লাগলো্ ।
শুভকামনা।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। শুভ কামনা রইলো
আরজু মুক্তা
বাহ্। কলেজ নিয়ে কবিতা, ভালো লাগলো।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ আপু 💓💓 ভালোবাসা রইল
ছাইরাছ হেলাল
পোস্টমর্টেম করে ফেললেন এত সহজ করে!
কিছু বাদ গেল কী না ভাল করে বলুন/দেখুন।
সুপর্ণা ফাল্গুনী
আপনি বলে দেন। সব তো তুলে আনা সম্ভব না। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য। শুভ কামনা রইলো
সুরাইয়া পারভীন
কলেজ নিয়ে চমৎকার উপস্থাপন
দারুণ লিখেছেন দিদি
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ আপু 💓🌹🌹
রেহানা বীথি
আমার কলেজ জীবনটা মনে পড়ে গেলো আপু। খুব সুন্দর লিখেছেন।
সুপর্ণা ফাল্গুনী
হুম। কলেজ জীবন খুবই মজার ক্ষণস্থায়ী বলে। ধন্যবাদ আপু। শুভ কামনা রইলো
শবনম মোস্তারী
বাহ্। ছন্দে ছন্দে কলেজে জীবনের বর্ণনা.. আসলেই স্কুলের গণ্ডি পেরিয়ে যখন কলেজে ভর্তি হই তখন সবারই দুচোখে কতো স্বপ্ন থাকে..
খুব ভালো লাগলো আপু।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ আপু। শুভ কামনা রইলো আপনার জন্য। ভালো থাকুন
ফয়জুল মহী
মনোরম ও মনোহর লেখা।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন
কামাল উদ্দিন
লালমাটিয়া কলেজের ছাত্রীদের সাত কাহন ছন্দে ছন্দে বেশ চমৎকার ভাবে ফুিয়ে তুলেছেন আপু।
……………ভালোলাগা জানিয়ে গেলাম।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন। শুভ কামনা
কামাল উদ্দিন
আপনার জন্যও শুভ কামনা সব সময়।
মাহবুবুল আলম
কবিতায় নান্দনিক স্মৃতিচারণ! শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। শুভ কামনা রইলো আপনার জন্য
রুমন আশরাফ
সুন্দর ছড়া।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। শুভ কামনা রইলো আপনার জন্য
সাদিয়া শারমীন
দারুণ! আমারও কলেজ । আমি অনার্স,মাস্টার্স করেছি এখান থেকে। খুব ভাল লাগলো। আবেগ আপ্লুত হয়ে গেলাম লেখা পড়ে।
সুপর্ণা ফাল্গুনী
ওয়াও! সত্যিই খুব ভালো লাগলো কথাটা শুনে। ধন্যবাদ আপু। শুভ কামনা রইলো