মেয়ে

রায়হান সিদ্দীক ৯ অক্টোবর ২০২০, শুক্রবার, ০৫:৪৫:৪৪পূর্বাহ্ন কবিতা ৬ মন্তব্য
চুপ থাকতে থাকতে মেয়েটা একদিন মরে গেলো।
উনিশ বছর কি কেউ চুপ থাকতে পারে?
সবাই শুধু বলতো, চুপ থাকো, চুপ থাকো।
পৃথিবীতে এতো কি আর চুপ থাকা যায়?
তাই সে নিজের সাথে কথা বলতে শিখেছিলো।
যেমন বলে পাহাড় অরণ্য মেঘ আর বৃষ্টি।
পশুরাও, পাখিরাও, মানুষ ছাড়া আর সব প্রাণ।
আহা, মানব সভ্যতা, অন্ধ যাত্রার ১৩০০০ বছর!
তোমাদেরও কি ক্লান্ত লাগে না এইসব পুতুলখেলা?
সন্তান, সংসার, নিজের আদলে গড়া প্রতিমার পূজা
হাস্যকর সব বিধি, নীতি, রক্তাক্ত রাষ্ট্রীয় সার্কাস!
কথা বলা মানে অন্যের কারণে বেঁচে থাকা
এই বেঁচে থাকাটারও কি কোনো মানে হয়?
চুপ থাকতে থাকতে মেয়েটা একদিন মরে গেলো।
যদিও সে নৈশব্দ ভাঙলেও কেউ শুনতো না।
কেননা তারা অনেক আগেই বধির হয়ে গেছে।
নিজেদের শীৎকারের শব্দ ছাড়া কিছুই শোনে না!
৪০৪জন ৩৬০জন
0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ