মেয়ে তুমি

নিতাই বাবু ৯ ডিসেম্বর ২০১৯, সোমবার, ০১:৩৬:২৬পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৪১ মন্তব্য

তুমি সাজো মেয়ে, তুমি সাজো ঘরনি,
তুমি সাজো মা, তুমি সাজো রমণী।
তুমি সাজো খালা, তুমি সাজো পিসি,
তুমি সাজো ফুফু, তুমি সাজো মাসী।
তুমি সাজো দিদি, তুমি সাজো দাদী,
তুমি সাজো ভাবী, তুমি সাজো বৌদি।
তুমি সাজো দিদা, তুমি সাজো নানী,
তুমি সাজো বউ, তুমি সাজো রাণী।
তুমি সাকো প্রেমিকা, তুমি সাজো পুত্রবধূ,
তুমি সাজো গৃহিণী, তুমি সাজো নববধূ।
তুমি সাজো বালিকা, তুমি সাজো কিশোরী,
তুমি সাজো ডাইনী, তুমি সাজো শ্বাশুড়ি।
তুমি সাজো শালীকা, তুমি সাজো সতীন,
তুমি সাজো কৃষাণী, তুমি সাজো নাতিন।
তুমি সাজো গর্ভধারিণী, তুমি সাজো অর্ধাঙ্গিনী,
তুমি সাজো সহধর্মিণী, তুমি সাজো জননী।

ছবি ইন্টারনেট থেকে  

59 Shares

৪১টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ