
তুমি সাজো মেয়ে, তুমি সাজো ঘরনি,
তুমি সাজো মা, তুমি সাজো রমণী।
তুমি সাজো খালা, তুমি সাজো পিসি,
তুমি সাজো ফুফু, তুমি সাজো মাসী।
তুমি সাজো দিদি, তুমি সাজো দাদী,
তুমি সাজো ভাবী, তুমি সাজো বৌদি।
তুমি সাজো দিদা, তুমি সাজো নানী,
তুমি সাজো বউ, তুমি সাজো রাণী।
তুমি সাকো প্রেমিকা, তুমি সাজো পুত্রবধূ,
তুমি সাজো গৃহিণী, তুমি সাজো নববধূ।
তুমি সাজো বালিকা, তুমি সাজো কিশোরী,
তুমি সাজো ডাইনী, তুমি সাজো শ্বাশুড়ি।
তুমি সাজো শালীকা, তুমি সাজো সতীন,
তুমি সাজো কৃষাণী, তুমি সাজো নাতিন।
তুমি সাজো গর্ভধারিণী, তুমি সাজো অর্ধাঙ্গিনী,
তুমি সাজো সহধর্মিণী, তুমি সাজো জননী।
ছবি ইন্টারনেট থেকে
৪১টি মন্তব্য
কামাল উদ্দিন
হুমম, মেয়েদের সাজ তো এমনি কিছু থাকে। তবে মেয়েরা প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট কিংবা চোর-পুলিশও কিন্তু সাজে।
নিতাই বাবু
বহুসাজে সজ্জিত আমার মায়ের জাতি! সাজে প্রধানমন্ত্রী, আবার মন্ত্রী প্রতিমন্ত্রী। মায়ের জাতি নারীর জয় হোক!
শুভেচ্ছা জানবেন দাদা। আমি কিন্তু ব্যস্ততার কারণে ব্লগে বেশি সময় দিতে পারছি না। তাই দুঃখ প্রকাশ করছি।
সুরাইয়া পারভিন
হুম একই অঙ্গে কতো রূপ।এটা কেবল নারীরাই পারে বলুন
নিতাই বাবু
বহুসাজে সজ্জিত আমার মায়ের জাতি! সাজে প্রধানমন্ত্রী, আবার মন্ত্রী প্রতিমন্ত্রী। মায়ের জাতি নারীর জয় হোক! আপনিও কিন্তু আমার মায়ের জাতি। শুভেচ্ছা জানবেন।
সুপর্ণা ফাল্গুনী
সুন্দর ছন্দময় একটি কবিতা
নিতাই বাবু
বহুসাজে সজ্জিত আমার মায়ের জাতি! সাজে প্রধানমন্ত্রী, আবার মন্ত্রী প্রতিমন্ত্রী। মায়ের জাতি নারীর জয় হোক! আপনিও কিন্তু আমার মায়ের জাতি। শুভেচ্ছা জানবেন।
মাহবুবুল আলম
নোরীদের যে, একই অঙ্গে অনেকরূপ তাই তারা কন্যা, জায়া ও জননী। শুভেচ্ছা জানবেন!
নিতাই বাবু
বহুসাজে সজ্জিত আমার মায়ের জাতি! সাজে প্রধানমন্ত্রী, আবার মন্ত্রী প্রতিমন্ত্রী। মায়ের জাতি নারীর জয় হোক!
শুভেচ্ছা জানবেন দাদা। আমি কিন্তু ব্যস্ততার কারণে ব্লগে বেশি সময় দিতে পারছি না। তাই দুঃখ প্রকাশ করছি।
রেহানা বীথি
সহনশীলতা নারী চরিত্রের বৈশিষ্ট্য। তাই তো সে ভিন্ন ভিন্ন রূপে নিজেকে মানিয়ে নিতে পারে।
খুব সুন্দর লিখলেন দাদা।
নিতাই বাবু
বহুসাজে সজ্জিত আমার মায়ের জাতি! সাজে প্রধানমন্ত্রী, আবার মন্ত্রী প্রতিমন্ত্রী। আপনিও কিন্তু আমার মায়ের জাতি। আপনাদের জয় হোক!
নুর হোসেন
নারী জগতের অহংকার প্রকৃতি,
আবার নারীই সকল অনর্থের মুল….
সত্যিই নারীরা প্রভুর অপার সৃষ্টি!
নিতাই বাবু
অনর্থের মূলে থাকুক! তবুও মার মায়ের জাতি। তাঁদের প্রতি আমার সম্মান চিরকাল।
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, শ্রদ্ধেয় দাদা।
নুর হোসেন
নারী মায়ের জাত, মায়ের মতই নিরাপদ থাকুক।
ভালবাসা রইলো।
প্রদীপ চক্রবর্তী
তুমি যে মেয়ে সর্বময়ী।
.
চমৎকার লেখনী দাদা।
নিতাই বাবু
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, শ্রদ্ধেয় দাদা।
ছাইরাছ হেলাল
আর যা বলেন, বলেন।
আমি কিন্তু ডাইনী পছন্দের দলে!
নিতাই বাবু
সবাই তো আর এরকম হয় না, শ্রদ্ধেয় দাদা। মায়াবতী রূপেই বেশি।
শবনম মোস্তারী
একজন নারীর বিভিন্ন রূপ।
অনেক সুন্দর ভাবে ছন্দে ছন্দে ফুটিয়ে তুললেন দাদা।
খুব ভালো লাগলো।
নিতাই বাবু
বহুসাজে সজ্জিত আমার মায়ের জাতি! সাজে প্রধানমন্ত্রী, আবার মন্ত্রী প্রতিমন্ত্রী। মায়ের জাতি নারীর জয় হোক!
সুন্দর গঠনমূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
জিসান শা ইকরাম
একজন মেয়ে বিভিন্ন রুপে আসেন,
ভাল লাগল দাদা।
নিতাই বাবু
বহুসাজে সজ্জিত আমার মায়ের জাতি! সাজে প্রধানমন্ত্রী, আবার মন্ত্রী প্রতিমন্ত্রী। মায়ের জাতি নারীর জয় হোক!
সুন্দর গঠনমূলক মন্তব্যের জন্য অজস্র ধন্যবাদ জানাচ্ছি, শ্রদ্ধেয় দাদা।
মোঃ মজিবর রহমান
মেয়ে তুমি বহুরূপে সাজ, সুন্দর লাগবে তবে ঘরেই।
নিতাই বাবু
মায়ের জাতি নারীরা আজ ঘরের বাইর হয়েছে বলেই আমরা আজ মধ্য আয়ের দেশে পদার্পণ করতে পেরেছি। ঘরে বসে থাকলে আর হতো না। আজ বহুসাজে সজ্জিত আমার মায়ের জাতি! সাজে প্রধানমন্ত্রী, আবার মন্ত্রী প্রতিমন্ত্রী। মায়ের জাতি নারীর জয় হোক!
মোঃ মজিবর রহমান
হুম।💙♥💟🇧🇩💙♥💟
মনির হোসেন মমি
সব তুমি”তে সয়লাব। আসলে এই তুমিটাই খুব আন্তরিক আর সব ফাকি।নারীর বহুরূপ হিসেব করলে এ জগতে কেবল নারীই পূজনীয়। চমৎকার কবিতা দাদা। খুব ভাল লাগল।
নিতাই বাবু
একটা গান শুনেছিলাম, দাদা। “তুমি বলে ডাকিলে বড় মধুর লাগে।”
আপনিও নিশ্চয় শুনেছেন! তাই তুমিতেই সব। মহান সৃষ্টিকর্তাকেও তুমি বলেই ডাকে।
মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, শ্রদ্ধেয় মনির দাদা।
মনির হোসেন মমি
আপনাকেও ধন্যবাদ। বিজয় মাসে বিজয়ের লেখা চাই দাদা।
নিতাই বাবু
চেষ্টা করছি, দাদা।
তৌহিদ
নারী বহু গুনে গুণান্বিত। একজন মা, বোন কিংবা সহধর্মিণী এদের সবাই যে যার যার স্থানে নিজেদের অলংকৃত করেছেন। লেখায় তা যথার্থভাবেই ফুটিয়ে তুলেছেন দাদা।
ধন্যবাদ আপনার প্রাপ্য।
নিতাই বাবু
আপনাকে অশেষ ধন্যবাদের সাথে শুভেচ্ছা আশা করি ভালো থাকবেন, শ্রদ্ধেয় দাদা।
নৃ মাসুদ রানা
আর কিছু কি বাদ আছে? যদি থাকে তাহলে সেটা দিয়ে আমি কবিতা লিখবো।
নিতাই বাবু
আরও অনেককিছুই বাদ আছে দাদা। লিখুন মায়ের জাতি নারী নিয়ে মন খুলে। শুভকামনা থাকলো।
শাহরিন
অসংখ্য ধন্যবাদ দাদা এতো সুন্দর করে মেয়েদের উপস্থাপন করার জন্য। এ-যুগে অনেক মেয়ে কেবলি বাবার ঘরেই রাজকন্যা থাকে।
নিতাই বাবু
সুন্দর গঠনমূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, শ্রদ্ধেয়।
এস.জেড বাবু
হরেক রূপে অন্তর্ধান শুধু নারীদের ই হয় যেন-
দারুন লিখেছেন ভাই।
অনবদ্য অনুভুতি
নিতাই বাবু
আমার আয়ের জাত নারীদের সারাবিশ্বে আজ জয়জয়কার। তাঁদের এই জয় বিজয় অব্যাহত থাকুক, এই কামনা করি। আপনার জন্য শুভেচ্ছা শুভকামনা।
এস.জেড বাবু
চমৎকার ভাবনা
অভিনন্দন
নিতাই বাবু
হায়রে আমার কপাল! হবে “মায়ের জাত” আর হয়ে গেলো ‘আয়ের’র জাত’। ভুল সংশোধনে কৃতজ্ঞ থাকবো দাদা।
সুপায়ন বড়ুয়া
সব মেয়েরা সাজে
দাদা তুমি সাজাও
তোমার কথায় লেখায়
লাগলো ভাল !
বিজয়ী শুভেচ্ছা
ফয়জুল মহী
খুব সুন্দর এবং মনোমুগ্ধকর l
নিতাই বাবু
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।