মেয়েটা সুন্দর এটা বলতে আমরা কি বুঝি…!

মিনিমাম ফর্সা একটা মেয়ে…

আচ্ছা!  সুন্দর তো হয় অরণ্যের গাঢ় সবুজ রং,  ঘাস, গাছ, সবুজ ফল, সবুজের ছড়াছড়ি। যেখানে হারিয়ে যেতে ইচ্ছা করে একা একা, মন ভোলে যায় আপন সত্তাকে, সবুজের সমারোহে অজানা পথে মুখ লুকাই গাছের আড়ালে সৌন্দর্য বাড়ায় প্রকৃতির৷

আবার আকাশের ঐ-নীল রং,সাত রঙা রংধনু সেও অনেক সুন্দর, যেদিকে তাকাই মন উদার হয়ে যায় আকাশের নীল রং আকাশের বিশালতা দেখে আমারা মুগ্ধ হই৷

শিমুল বাগানে টকটকে লাল শিমুল ফুলের রক্তিম আভা তো অনেক সুন্দর যা প্রকৃতিতে নতুন রঙে সাজিয়ে তুলে৷ প্রকৃতির যত লাল রং সব আমাদের মোহিত করে বার বার হারিয়ে যেতে চাই প্রকৃতির মাঝে।

ভোরে সূর্যের রং সেটা তো আরো মুগ্ধকর, আরো মনোরম আভা ছড়িয়ে দেয়, আরো সুন্দর নদীর পানিতে সাগরের তীরে ভোরের সূর্যের আগমন,অস্ত যাওয়া দেখার জন্য প্রতিদিন সাগর তীরে নামে নানা দেশি,বিদেশী পর্যটকদের ভীড় সেটা তো আরো সুন্দর৷

চুলের ঘন কালো রং ও তো সুন্দর কত কবি লিখে গেছেন শত শত কবিতা নারীর কালো চুলে কত পুরুষ হারিয়েছে তার মন৷

পৃথিবীর মাঝে সবুজের ভিতরে এই কালো রং এর জায়গাটা দেখতে দারুন লাগে।

যেখানে রংধনুর সাত রঙেই আমাদের কাছে সুন্দর লাগে, যেখানে প্রকৃতির সাত রং আমাদের হৃদয় রাঙায়, আমাদের ভালো লাগায় মিশে আছে। সেখানে একজন মানুষকে কেন তার গায়ের রং ফর্সা কিনা সেটা দিয়ে ভালো লাগা…?

মানুষ তো সুন্দর তার কাজে, সৌন্দর্য তার ব্যবহারে, তার কর্ম গুনে, সুন্দর তার জ্ঞানে আর এসব কিছু সৃষ্টিকর্তার দান৷

আল্লাহর সকল সৃষ্টি সুন্দর, তাই কালো ফর্সা দিয়ে কারো বিচার করো না, কারন তুমি যার হাতে সৃষ্টি সেও একই আল্লাহর সৃষ্টি৷

ছবি নেট থেকে সংগ্রহকৃত।

0 Shares

২৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ