মেঘ

ছাইরাছ হেলাল ২১ জুন ২০১৫, রবিবার, ০৪:৪৯:৫৩পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৩৬ মন্তব্য

মেঘেদের দীঘল চোখে
জ্যোৎস্নার হাতছানি,
হোক না তা ক্ষণিকের ঝিকিমিকি।
উঁচু পাহাড়ি কোল ঘেসে
বাতাসি হাওয়ায় ভেসে
অনুষ্টুপ ছন্দে,
দিনমান ঘুরে ফিরে কী দেখ? কী ই বা কর !
পেঁজা তুলোর বেশে বা
গোমরা মুখে কলসি কলসি পানি বয়ে,
কোথা ফেল? কোন উর্বরতায় বাঁশি বাজাও?
মেঘ, তুমি কী ‘মেহ্জাবীন'?

0 Shares

৩৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ