মেঘ বালিকার কবিতা

স্বপ্ন নীলা ২৫ জুন ২০১৪, বুধবার, ০২:৫৭:৫৭অপরাহ্ন বিবিধ ৩৬ মন্তব্য

কবিতার বর্ণমালা জ্বলীয় বাষ্প হয়
ভেসে বেড়ায় বাতাসে, গঠন করে শব্দমালা
শব্দমালা  সাদা মেঘে ছুটোছুটি করে দূর আকাশে
দূরন্ত বালক যেখানে ঘুড়ি উড়িয়ে বেড়ায় বাতাসের গাঁয়ে
কবিতার শব্দমালা নাচন তোলে দূরন্ত বালকের ঘুড়ির লাটাইয়ে
কবিতার শব্দমালা খেলা করে কদম, বকুল আর হিজলের  ফুলে ফুলে
কিশোরীর বেনীর ছোঁয়ায় কখন যে বাক্য হয়ে যায়, বাক্যগুলো ভর করে মেঘে
বাতাস উড়িয়ে নেয় ক্লান্ত মেঘের বহরকে যেখানে কবিতার বাক্য মেঘের সনে কথা কয়
মেঘ, বাতাস আর বাক্যমালা মিলেমিশে রচনা করে চলে- পৃথিবীতে পূর্ণ কবিতার ফিরে আসা
মেঘেরা পূর্ণতা পায় পূর্ণ কবিতায়, যেখান হতে জলধারা গড়িয়ে পরে বকুল, কদম,  হিজলের ডালে
যুবক ! কার তরে এই অপেক্ষা! মেঘ বালিকার ! যে সুন্দরতম শব্দে গঠণ করে বাক্য! বাক্য দিয়ে কবিতা!
তুমি কার তরে বাঁশি বাজাও ! একটি কবিতার! যার চোখের অশ্রুধারা রিনিরিনি শব্দে গড়িয়ে পড়ে তোমারই মনে!

 

২৫ জুন,২০১৪

0 Shares

৩৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ