মেঘ পরী আমার চলে গেল শ্রাবনের
বৃষ্টির ফোঁটায় , মেঘ পরী আমার
চলে গেল
শীতের ঘন কুয়াশায় ।
আসবে কি ফিরে ?
কোন হেমন্তের
গৌধুলী লগ্নে নীরবে নিভৃতে , ,
মৌনতা ভেঙে চুপিসারে আমার
বাহুডোরে ।
বি:দ্র আমার একজন কাছের মানুষের লেখা
Thumbnails managed by ThumbPress
৬টি মন্তব্য
জিসান শা ইকরাম
সুন্দর অনুভুতি।
কাছের লোককে শুভেচ্ছা।
ছাইরাছ হেলাল
আপনার কাছের মানুষটি কিন্তু দারুণ লিখেছে ।
আরও লিখতে বলুন এবং আপনি আমাদেরও পড়তে দিন ।
শুন্য শুন্যালয়
সুন্দর কবিতা … 🙂
দুজনকেই অনেক ধন্যবাদ …
স্বর্গের মেঘ পরী
ধন্যবাদ জিসান ভাইয়া
স্বর্গের মেঘ পরী
ইনশাল্লাহ পড়তে পারবেন হেলাল ভাইয়া ।
স্বর্গের মেঘ পরী
ধন্যবাদ শূন্য