মেঘ খোঁজে রঙধনু

শিরিন হক ৩০ সেপ্টেম্বর ২০১৯, সোমবার, ০৯:০৬:৫৪অপরাহ্ন কবিতা ১৬ মন্তব্য

রক্তচোষা জোঁকেরা কামড়ে ধরেছে বিবেকের ঠোঁট;
কালকেউটের দংশন নিঃশেষ করে ফেলছে সভ্যতার আভিজাত্য।
জমিনের উপরে সজীবতায় বেড়ে ওঠা চারাগাছটি-
ঘুণ ধরেছে সেখানেও।
অনাগত ভবিষ্যৎ এর সবুজ অরণ্য
অঙ্কুরিত হবার আগেই পদদলিত।
মস্তিষ্কহীন দেহ ঠাঁয় দাঁড়িয়ে আছে,মাস্তুলহীন জাহাজ।
নিরেট পাথরের ন্যায় পরে আছে আঁস্তাকুড়ে কালের সভ্যতা।
দহনে দহনে ক্ষতবিক্ষত বস্তাবন্দি পান্ডুলিপি।
পঁচা শামুকভাঙ্গা পড়ে থাকে শহরের অলিগলিতে।
কালকেউটে হঠাৎ ফনা তোলে জনতার ভিড়ে।

নিঃশ্বাসে নিঃশ্বাসে বিষাক্ত কালো ধোঁয়ায় পুড়ে যায় সবুজে ঘেরা অরণ্যের পাঁজর।
বেহুঁশ হয়ে পড়ে থাকে ভাবনার জানালা
সেখানেও আলো আসেনা।
মানবাতায় গ্রহণ লেগেছে,
ডুবে যায় পূর্নিমার চাঁদ
পোড়া মাটির দেয়াল খসে পড়তেই প্রলেপের বাহার নব্য ভবন দাঁড়িয়ে আছে যেন।
সাদাকালোর ভেদাভেদ ভেঙে যায়, রঙিন গ্লাসের পানি হয় বিবর্ণ।

তবুও স্বপ্ন সারথি হাল ছাড়েনা,
জল পড়ে - পাতা নড়ে
রঙধনুর খোঁজ- মেঘেরছটায়।
নোঙর ভিড়াও নাবিক- বেলা বয়ে যায়।

0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ