
চলেছে সাঁঝের বাটে গোধুলির বেলা;
তটিনীর পাড়ে বসে
দেখি আমি ভাব চষে
কেমনে মেঘেরা বাঁধে বারে বারে ভেলা!
কি জানি কোথায় যায় তীরে না-কি নীড়ে!
এই করে প্রেম লুট
ফের হয় দল ছুট
বারেক চায় না কেউ তবু পিছু ফিরে!
এমনই বুঝি বা হয় জীবনের গীতি!
সুরেলা ব্যাকুল আশা
বন্ধনে বাঁধে বাসা
ছেড়ে গেলে থেমে যায় ক্ষীণ যা পিরিতি!
ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।
১৬টি মন্তব্য
ছাইরাছ হেলাল
মেঘেদের ভেলায় হারিয়ে যেতে নেই মানা।
সুন্দর।
বোরহানুল ইসলাম লিটন
নিরন্তর ধন্যবাদ ও শুভ কামনা রইল!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন!
ফয়জুল মহী
সহজ, সরল ও সুন্দর প্রকাশ
মুগ্ধতা অপরিসীম,
শুভ কামনা নিরন্তর।
বোরহানুল ইসলাম লিটন
ধন্যবাদ ও শুভ কামনা রইল সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন!
জিয়া আল-দীন
মন ভাল থাকলে আমরা আকাশের দিকে তাকাই আবার মন খারাপের সময়ও আকাশের দিকে তাকাই।ক্ষুদ্র এই দেহে মনের বিস্তার আকাশের মতোই বিশাল। আকাশের মেঘের মতোই রঙিন।
ভাল লাগলো কবিতা খানি।
কবিতা চলতে থাকুক গোধুলির মেঘমালার আবিরে–
বোরহানুল ইসলাম লিটন
অশেষ অনুপ্রাণিত হলাম!
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
রোকসানা খন্দকার রুকু
মুগ্ধতা।
প্রিয় ব্লগার, আপনার যে লেখাটি ম্যাগাজিনে দিতে চান। তা দয়া করে – সোনেলা ম্যাগাজিন ২০২২ লিখে দেবেন।
ভালো থাকুন!!!!
বোরহানুল ইসলাম লিটন
জী আপু, অবশ্যই উল্লেখ করে দিব!
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
হালিমা আক্তার
জীবন এগিয়ে যাওয়ার জন্য। পিছু ফিরে কি লাভ। শুভ কামনা রইলো।
বোরহানুল ইসলাম লিটন
তারপরও বার বার পিছু ফিরে চায় মন আপু!
এমনই হয়তো জীবনের ধারা!
সুন্দর মন্তব্যে অশেষ অনুপ্রাণিত হলাম!
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
রিতু জাহান
ছবিটার সাথে লেখাটা গেছে সুন্দর।
ফেরে না দলছুট পাখি,, হারায় একা।
তবু বলে যেতে ইচ্ছে করে নজরুলের সেই গানের মতো, যাবার বেলায় বারেক ফিরে চাহিও’
সুন্দর লিখেছেন।
বোরহানুল ইসলাম লিটন
জীবনের স্পন্দনটাই হয়তো এমন আপু!
ভীষণ অনুপ্রাণিত হলাম!
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
সাবিনা ইয়াসমিন
মেঘের দেশে কত কি ছবি আঁকা থাকে! একবার সেথায় দৃষ্টি দিলে সহজে ফেরানো যায় না, আবার দৃষ্টি ফিরে এলেই সব হাওয়া! প্রেমজগৎ এই মেঘের মতোই। সাদা, কালো, ধুসর। কখনো অস্থির।
এটা ম্যাগাজিন এর জন্য দিয়ে রাখতে পারেন বোরহান ভাই। সুন্দর কবিতা।
শুভ কামনা 🌹🌹
বোরহানুল ইসলাম লিটন
সাময়িক সমস্যায় আছি আপু তাই ভালো লিখতে পারছি না!
তবু চেষ্টায় আছি। না পারলে এই লেখাটা চিহ্নিত করে দিবো।
সুন্দর মন্তব্য পেয়ে অশেষ অনুপ্রাণিত হলাম।
কৃতজ্ঞতায় ধন্যবাদ ও শুভ কামনা রাখলাম নিরন্তর।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
সঞ্জয় মালাকার
মেঘেদের ভেলায় হারিয়ে যেতে নেই মানা।
সুন্দর প্রকাশ।
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।