মেঘেদের বৃষ্টি

ছাইরাছ হেলাল ১০ এপ্রিল ২০২১, শনিবার, ০৩:০৫:০০অপরাহ্ন একান্ত অনুভূতি ৮ মন্তব্য

 

ধস্ত সময়ে বেহাল আমরা সবাই,
ভেতরে শোরগোল তোলা লেখারা,
নিরন্তর আনন্দ-বেদনার কলরোলে,
লেখা-গ্রস্ত, লেখা-রোগগ্রস্ত হলেও
কাটাচ্ছে প্রহর দিবা রাত্রির;

হতে পারে এ এক বিপুল অযথার পণ্ড শ্রম!
আগাছার আঁকিবুঁকি! বিনাশী রেওয়াজ-রীতি,
তুচ্ছাতিতুচ্ছ বিষয়-আশয় নিয়ে নিতান্ত সহজ-কঠিনে
আঁকাআঁকি/লেখালেখির হামাগুড়ি, ভুল বানানে;
হোক-না অজ্ঞানতা-জাত,অসীম শূন্যতার
জগদ্দল পাথর-মগজে ও অস্থি-মজ্জায়।

হঠাৎ থেমে যাওয়া নদী ও অপেক্ষায় থাকে
মেঘ মিনারের বৃষ্টি ও জোয়ার দু’কুলে;

ছবি নেট থেকে।

0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ