মেঘরুপি আলো

মোহাম্মদ দিদার ২৪ ডিসেম্বর ২০১৯, মঙ্গলবার, ১০:২৭:১১পূর্বাহ্ন কবিতা ৭ মন্তব্য

আলোয় পূর্ণ ধরনীর চতুষ্কোণ, সবাই আলোর পূজারি।
অথচ, আমি বুদ্ধিহীনের বেশে খুজে খুজে ক্লান্ত হই, একখণ্ড নিকষ কালো মেঘ!

অতি আলোর ঝলকে চোখে অঅনুমেয় কুসুখ কুবুদ্ধি কুকাজ কুসংস্কার শরীরে লেপ্টে আছে।

তার থেকে মুক্তি কামনাই আমার একখন্ড মেঘের খোজে মন উছাটন করে।

সাদা মেঘে বৃষ্টিপাত হীনসম্ভবি।
কালো মেঘে নির্ঘাত!!
তাইতো মনে পুষি এক খন্ড কালো মেঘের বাসনা।

যে মেঘ ঝরোঝরো জ্বরবে আমার সর্বাঙ্গে লেপ্টথাকা কুসুক কুবুদ্ধি ধুয়ে আমাকে করবে পূর্ণ পবিত্র।
আমায় ভালোও বাসবে, না চাইতেও আমার অঙ্গে জড়িয়ে।


 

0 Shares

৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ