
অনেক কাঠখড় পুড়িয়ে, সর্বাঙ্গে আগুনের পরশ বুলিয়ে – অবশেষে তুমি এলে!
তাপদাহের কাঁটা তারের বেড়া ডিঙ্গিয়ে, হিম-শীতল স্পর্শের আলিঙ্গনে- তুমি এলে জুড়াতে প্রাণের স্পন্দন।
সে-ই তো এলে তবে কেন পথে হলো দেরী?
আরো আগে কেনো ধরা দিলেনা, ছুঁয়ে দিলে না প্রশান্তির আলিঙ্গন?
তোমারি অপেক্ষায় কেটেছে অষ্টপ্রহর;
চোখের পাতায় নিদ্রাদেবী আসন পেতে বসেনি- স্বপ্নের রহস্যময়তায় , বর্ণহীন দৃশ্যগুলো দৃশ্যমান হয়নি কতকাল! পাপড়িগুলো আলিঙ্গনের আবেশে হারিয়ে যায়নি মহাকালের গর্ভে,
তোমার চরণখানি বুকের বাম অলিন্দে লক্ষ্মীর পদচিহ্ন আঁকেনি অজানা অভিমানে।
ধরা দিলেই যখন- তখন আর অভিমান গুলো নিকষ-কালো অমাবস্যার মতো দীর্ঘ হতে দিবো না! মোম-জ্যোৎস্নার চাদরে জড়িয়ে নেবো আলিঙ্গনের মিষ্টি আদর।
শ্রাবণের বারিধারা আর তোমাকে যেতে না দিবো; তোমাকে শীতলতার বসন করে অঙ্গে জড়িয়ে রাখবো।
ছবি-গুগল
২০টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
বেশ মনোভাবনার প্রকাশ কবি দিদি অনেক শুভেচ্ছা রইল
সুপর্ণা ফাল্গুনী
প্রথম মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবসময় শুভ কামনা নিরন্তর
আরজু মুক্তা
তুমি এলে অনেকদিনের পরে যেনো বৃষ্টি এলো।
এখনি যেতে দেয়া যাবেনা। শীতল হোক। জড়াক আবীর।
শুভ কামনা। রিনিঝিনি কবিতা
সুপর্ণা ফাল্গুনী
অফুরন্ত ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ভালো থাকুন সুস্থ থাকুন। শুভ সকাল
রোকসানা খন্দকার রুকু
শ্রাবণের বারিধারা আর তোমাকে যেতে না দিবো; তোমাকে শীতলতার বসন করে অঙ্গে জড়িয়ে রাখবো।” আর যেতে দেয়া যায় না। থাকুক বারিধারা আমাদের মাঝে প্রশান্তি হয়ে।
শুভ কামনা দিদিভাই।
সুপর্ণা ফাল্গুনী
অফুরন্ত ধন্যবাদ আপু। ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা অবিরাম। শুভ সকাল
জিসান শা ইকরাম
প্রতীক্ষিত মেঘ অবশেষে এসেই গেলো,
তবে আমাদেরই ভুলের কারণে প্রকৃতি বিরূপ আমাদের প্রতি।
হয়ত আর স্বাভাবিক ভাবে ঋতু ফিরবে না আর আমাদের জগতে।
কবিতা ভালো হয়েছে,
শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
ঠিক বলেছেন দাদা ভাই। ঋতু আর কখনো স্বাভাবিক সৌন্দর্যে ফিরবে না স্বাভাবিক নিয়মে। অজস্র ধন্যবাদ। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা নিরন্তর
হালিম নজরুল
ধরা দিলেই যখন- তখন আর অভিমান গুলো নিকষ-কালো অমাবস্যার মতো দীর্ঘ হতে দিবো না!
————–পূর্ণ হোক কবির প্রত্যাশা।
সুপর্ণা ফাল্গুনী
অজস্র ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা অবিরাম
তৌহিদুল ইসলাম
এমন প্রেমমিলনে জেগে উঠুক প্রকৃতি। মিটে যাক সকল ক্লেশ, ভেদ, জরা, বেদনা। আশাপূরণ হোক সকলের। চমৎকার অনুভব।
শুভকামনা আপু।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনার মন্তব্য সবসময়ই অনুপ্রেরণায় সিক্ত করে। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
হালিমা আক্তার
অবশেষে ধরা দিল, নেমে এলো মাটির ধরনীর বুকে। বর্ষায় শুরু হোক নতুন প্রেমের বন্দনা। শুভকামনা। ভালো থাকবেন।
সুপর্ণা ফাল্গুনী
আপু নিয়মিত আপনার অনুপ্রেরণায় ধন্য হয়ে যাই। পাশে থাকার জন্য কৃতজ্ঞ। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা নিরন্তর
সাবিনা ইয়াসমিন
আপনার লেখায় সব সময় অনুভূতির দুইপিঠ থাকে। একপাশের উজ্জ্বলতায় মন আনন্দে ভরে উঠে, আর অপর পৃষ্ঠের বাস্তবতায় মন হয় খারাপ। এখানেও ব্যতিক্রম হয়নি 🙂
মেঘমল্লারের আগমনে তপ্ত ভূমিতে শান্তি নেমেছে।
মেঘমল্লার কবিতায়ও শান্তির পরশ পাচ্ছি।
ভালো থাকুন সারাক্ষণ, শুভ কামনা 🌹🌹
সুপর্ণা ফাল্গুনী
আপনার সুন্দর বিশ্লেষণ পূর্ণ মন্তব্যে কৃতজ্ঞতা জানাই। ভালোবাসা অবিরাম। ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা রইলো
ছাইরাছ হেলাল
বারিধারা বয়ে যাক আনন্দ-হৃদয়ের অলিন্দ-নিলয়ে।
সুপর্ণা ফাল্গুনী
তবে তাই হোক। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা নিরন্তর
উর্বশী
অবশেষে এসেছো পথে সফল বুননে আগামীর সব কিছু অতি সুন্দর আনন্দ ধারা নিয়ে। মন খারাপের উঠোন টাই উজ্জ্বলতায় ভরে যায় এই মেঘ মালার আবেশে। দারুন লিখেছেন আপু। খুব ভাল লেগেছে।আন্তরিক ধন্যবাদ সহ মেঘ বালিকার শুভেচ্ছা ও ভালোবাসা।
সুপর্ণা ফাল্গুনী
আপনার জন্য ও আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা রইলো। ভালো থাকুন সুস্থ থাকুন। শুভ সকাল