মৃত্যু,,
কিসের এত বড়াই করি,কিসের এত মায়া
এই দেহটা পড়ে থাকব, থাকবে না-ক দয়া।
কাঁদবে সবাই পাশে বসে,শুনবো না'তো আমি
দুচোখ বন্ধ অন্ধকার আজ,পুড়ে হব মাটি।
কিসের এত লুভ লালসা,কোন-সে রূপের বাড়াই
মৃত্যু তোমার কাছাকাছি, করছে এখন লড়াই।
বন্ধ হবে শ্বাসের গাড়ি,থামবে চলার গতি
আত্নীয় সহজন কেউ হবে না,তোমার সঙ্গের সঙ্গী।
মরিলে তুমি রবে পড়ে,প্রাণ পাখিটা যাবে উড়ে
তুমি পুড়ে হবে ছাঁই, তোমার কর্মে আর কিছু নাই।
তবে কিসের এত বড়াই,তোমার সঙ্গী আর কেউ নাই
তুমি একাই চলে যাবে।
Thumbnails managed by ThumbPress
২৩টি মন্তব্য
ফয়জুল মহী
বাহ্ অনবদ্য ভাবনার প্রকাশ। মুগ্ধ হলাম।
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ প্রিয় দাদা, কৃতজ্ঞতা,
আপনি আমার পোস্টে সব সময় প্রথম মন্তব্য করেন , অনেকঅনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা।
শুভ কামনা দাদা 🌹🌹
আলমগীর সরকার লিটন
মরিলে তুমি রবে পড়ে,প্রাণ পাখিটা যাবে উড়ে
তুমি পুড়ে হবে ছাঁই, তোমার কর্মে আর কিছু নাই।——–চমৎকার কবি দা
অনেক শুভেচ্ছা রইল——–
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ প্রিয় দাদা, কৃতজ্ঞতা ও ভালোবাসা,
মন্তব্যে মুগ্ধতা,
ভালো থাকবেন সবসময় শুভ কামনা।
ছাইরাছ হেলাল
কঠিন সত্য লেখে ফেলেছেন। সবাই আমরা একা।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধেয় দাদা, সবাই আমারা এক।
সুপর্ণা ফাল্গুনী
আসছি একা যাব একা সবকিছু পড়ে রবে তবুও আমাদের কত্ত কত্ত বড়াই, লোভ লালসা। অনেক দিন পর লেখা পেলাম। ভালো হয়েছে। শুভ কামনা রইলো
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় দিদি, কৃতজ্ঞতা
মন্তব্যে মুগ্ধতা ও ভালোবাসা দিদি।
দিদি কাজের ব্যস্ততায় দূরগম সময় পার করছি তাই সব সময় আসা হয়না।
ভালো থাকবেন দিদি শুভকামনা 🌹🌹
সুপায়ন বড়ুয়া
আমরা সবাই একা
এটাই বাস্তবতা।
ভাল লাগলো। শুভ কামনা।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধেয় দাদা, কৃতজ্ঞতা –
দাদা আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা।
সুরাইয়া নার্গিস
চরম সত্য কথা গুলো বলছেন দাদা..
“তবে কিসের এত বড়াই,তোমার সঙ্গী আর কেউ নাই
তুমি একাই চলে যাবে”
ভালো থাকবেন,
শুভ কামনা রইল।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ প্রিয় দিদি, কৃতজ্ঞতা ও মন্তব্যে মুগ্ধতা।
আপনিও ভালো থাকবেন সবসময় শুভ কামনা।
রেজওয়ানা কবির
সবাইকেই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে।
সঞ্জয় মালাকার
হু দাদা, এই স্বাদ সবাইকে গ্রহণ করতে হয়।
ধন্যবাদ দাদা কৃতজ্ঞতা ও মন্তব্যে মুগ্ধতা, ভালো থাকবেন সবসময় শুভ কামনা।
আরজু মুক্তা
মৃত্যু কে যদি সবাই স্মরণ করতো, তাহলে খারাপ কাজ আর হতো না।
ভালো লিখেছেন
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দিদি, কৃতজ্ঞতা ।
দিদি, মৃত্যু স্বাদ সবাইকে’ই নিতে হয় দু’দিন আগে পিচে।
ভালো থাকবেন দিদি শুভ কামনা।
ইঞ্জা
এ বড়ইনকঠিন সত্য দাদা।
খুব ভালো লাগলো।
ইঞ্জা
বড়ই কঠিন ★
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধেয় দাদা, কৃতজ্ঞতা।
দাদা এ কঠিন সত্যের কাছে সবাই মাথা নত করি,
সবাইকে’ই এ স্বাদ তুলতে হয়।
ভালো থাকবেন দাদা শুভ কামনা,
ঈদের শুভেচ্ছা রইলো দাদা।
ইঞ্জা
সত্যি তাই দাদা।
শুভকামনা জানবেন।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধেয় দাদা, ঈদের শুভেচ্ছা রইলো,
ভালো থাকবেন সবসময় শুভ কামনা।
তৌহিদ
লেখায় চরম সত্য লিখেছেন দাদা। সাধুবাদ জানাচ্ছি।
শুভকামনা রইলো। ভালো থাকুন।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধেয় দাদা, কৃতজ্ঞতা,
ভালো থাকবেন সবসময় শুভ কামনা।
ঈদের শুভেচ্ছা রইলো দাদা।