
ঢাক ঢোল পিটিয়ে
বড় শোরগলে
নানান মন্ত্রজপে
অহং হতে অবিদ্যা, তজ্জনিত সকল উপাধি
ছেঁটে ফেলেও মনের সাথে হুটহাট নিত্য দ্বন্ধবোধ!
তার উচ্ছেদ হচ্ছে না কোনোভাবেই।
উল্টো জোর কদমে
অসার -অলিক -বিভ্রম -উচ্ছিষ্ট আবেগজুড়ে
অবাধ বিচরন।
ফলাফল শূন্য
আমি নেই আর কোথাও,,
বিশ্বপ্রপঞ্চে অস্তিত্ব আমার শুধু বিলীনই নয়
বিলুপ্তও যেনো।
খন্ডবোধ উচ্ছিষ্ট এ আবেগ পূর্ণতা লাভের প্রয়াসে
ভাগবাটোয়ারার ব্যতিব্যস্ত।
নিখাঁদ আন্তরিকতায় স্বতঃস্ফূর্ত যে প্রেম
মিথ্যে মোহের ছলনায় ছুটছে দিগবিদিক।
কুড়িয়ে -কাচিয়ে -সাজিয়ে- গুছিয়েও যেনো খাকছে না সুশৃঙ্খল।
তবে কি!নিভাঁজ ভালো- নিখাঁদ কিছুই কি নেই আর অবশিষ্ট!
প্রত্যাশা তবে মূঢ়তাই হয়তো,
নিগূঢ় মহত্ত্বের উপযুক্ত ভালবাসাও সেখানে অবান্তর মাত্র।
,,জাহান,, রংপুর।
আজ:১০ আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ,
শনিবার,
২৫ জুন ২০২২,
কৃষ্ণপক্ষ।
১৪টি মন্তব্য
বোরহানুল ইসলাম লিটন
সকলি আজ আসন হারা
তাইতো যায় না পাওয়া কোনকিছুর প্রকৃতি সাড়া।
সুন্দর অনুভবে অতি চমৎকার সৃজন।
আন্তরিক শুবেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।
রিতু জাহান
অনেক অনেক ধন্যবাদ।
শুভকামনা রইলো।
ছাইরাছ হেলাল
হৃদয়হীনতার বিশ্রি মুখশ্রী হৃদয়ে গেঁথে থাকে/আছে,
তবুও আকাশ আজ আচ্ছন্ন তারায় তারায়;
উঁকি দেয় কুঁড়েঘরের জানালায়,
লাজুক হেসে, আগুন-লাগা উজ্জ্বলে;
রিতু জাহান
মিথ্যে তারার আচ্ছান্ন ঝলক আর চাই না আমি,,
এক চিলতে এই আকাশটুকু জুড়ে অন্ধকার থাকুক।
এ কুঁড়ে ঘরে কোনো দরজা জানলা নেই,, চালও এঁটে দিয়েছি পাকাপোক্ত। তাই উঁকি দিয়ে আর জ্বালানোর চেষ্টা তার বিফলে যাবে।।
থাক সে ঝাড়বাতির আলোয়,, তার যে ওটাই প্রিয়।
হালিমা আক্তার
মনের সাথে দ্বন্দ্ব এ যেন চিরকালের। নিখাদ কি কিছুই নাই। সবই কি ভেজালের বিষে ভরা। হয়তো আছে, হয়তো নাই। তবু আনন্দ নিরানন্দের দোলায় জীবন পায়ে পায়ে এগিয়ে যায়। শুভ কামনা রইলো।
রিতু জাহান
আসলেই তাই,,,
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন আপু।
রোকসানা খন্দকার রুকু
আমার কি হবে! আমি তো বুঝি না। দু চারটে আমার জন্যও সহজ করে লিখুন।।।ঠাসা মন্তব্য দিতে চাই।।
রিতু জাহান
তাই না!
ভাবতিছি লেখাই ছাইড়া দিমু,,,
রোকসানা খন্দকার রুকু
আল্লা কি বলে, সরি ভাই। আমার জন্য সহজ লিখ দুএকটা এটা বলেছি।
তোমার লেখা তো অসাধারণ 🌹🌹
রিতু জাহান
হচ্ছে না লেখালেখি,,, আজকাল সবাই দেখি লেখক। পাঠক তো হতে হবে!
আমি না হয় পাঠক,,
সাবিনা ইয়াসমিন
অহং যেন কেমন করে অহংকারে পরিনত হয়ে গেছে
খোঁজ নেই আমার..আমাতে
অহংকারী এই আমি ফেলে এসেছি সেই আমায়।
“ সাজিয়ে- গুছিয়েও যেনো খাকছে না” এখানে একটু ঘসামাজা লাগবে।
শুভ কামনা 🌹🌹
রিতু জাহান
হুম,৷ থাকছে না হবে,,
ধন্যবাদ। শুভকামনা রইলো।
সঞ্জয় মালাকার
ভালো লাগলো খুব, পড়ে মুগ্ধ হলাম,
শুভ কামনা 🌹🌹
রিতু জাহান
অনেক অনেক ধন্যবাদ।
শুভকামনা।