মূঢ়তা

রিতু জাহান ২৫ জুন ২০২২, শনিবার, ০৯:৫২:৫৫অপরাহ্ন একান্ত অনুভূতি ১৪ মন্তব্য

 

ঢাক ঢোল পিটিয়ে
বড় শোরগলে
নানান মন্ত্রজপে
অহং হতে অবিদ্যা, তজ্জনিত সকল উপাধি
ছেঁটে ফেলেও মনের সাথে হুটহাট নিত্য দ্বন্ধবোধ!
তার উচ্ছেদ হচ্ছে না কোনোভাবেই।
উল্টো জোর কদমে
অসার -অলিক -বিভ্রম -উচ্ছিষ্ট আবেগজুড়ে
অবাধ বিচরন।
ফলাফল শূন্য
আমি নেই আর কোথাও,,
বিশ্বপ্রপঞ্চে অস্তিত্ব আমার শুধু বিলীনই নয়
বিলুপ্তও যেনো।
খন্ডবোধ উচ্ছিষ্ট এ আবেগ পূর্ণতা লাভের প্রয়াসে
ভাগবাটোয়ারার ব্যতিব্যস্ত।
নিখাঁদ আন্তরিকতায় স্বতঃস্ফূর্ত যে প্রেম
মিথ্যে মোহের ছলনায় ছুটছে দিগবিদিক।
কুড়িয়ে -কাচিয়ে -সাজিয়ে- গুছিয়েও যেনো খাকছে না সুশৃঙ্খল।
তবে কি!নিভাঁজ ভালো- নিখাঁদ কিছুই কি নেই আর অবশিষ্ট!
প্রত্যাশা তবে মূঢ়তাই হয়তো,
নিগূঢ় মহত্ত্বের উপযুক্ত ভালবাসাও সেখানে অবান্তর মাত্র।

,,জাহান,, রংপুর।

আজ:১০ আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ,

শনিবার,

২৫ জুন ২০২২,

কৃষ্ণপক্ষ।

৩১৬জন ১৬৬জন
0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ