মুহূর্ত

সিহাব ১২ আগস্ট ২০১৬, শুক্রবার, ০৩:২৩:৪০অপরাহ্ন কবিতা ১৯ মন্তব্য

মুহূর্তে মানুষের কত কিছুই যে ঘটে,

যা হবার-তা হবেই বটে!

চেনা যায় নাকো যখন বছরেও যাকে,

অচেনা হঠাৎ কেহ খুব চেনা ঠেকে!

মুহূর্তে  মুহূর্তে হায় কত কিছুই ঘটে!

চেষ্টায়ও যা তুমি পাবে নাকো

বৃথা কেন তারই পিছে দৌড়াতে থাকো?

যা পাবে তা তুমি জানবেনা আগে

ধৈর্য্যই তোমায় সব এনে দিবে ভাগে!

হাল ছেড়নাকো তুমি না পেয়ে পেয়ে

জীবন তখনই হবে তোমার একঘেয়ে।

মুহূর্তে যখন তোমার সব পাওয়া যাবে

অতীত তখন তোমার বিস্মৃতি হবে!

সুখের ভার অনেক বেশি যায় নাকো দেখা

স্মৃতির পাতায় তা হয় পেন্সিলে লিখা।

দুখের সময় স্বল্প তবু ভার কেন বেশি?

সেই পাতাটা লিখা হয় কলম-কালির বেশী!

0 Shares

১৯টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ

Thumbnails managed by ThumbPress