মুহূর্তে মানুষের কত কিছুই যে ঘটে,
যা হবার-তা হবেই বটে!
চেনা যায় নাকো যখন বছরেও যাকে,
অচেনা হঠাৎ কেহ খুব চেনা ঠেকে!
মুহূর্তে মুহূর্তে হায় কত কিছুই ঘটে!
চেষ্টায়ও যা তুমি পাবে নাকো
বৃথা কেন তারই পিছে দৌড়াতে থাকো?
যা পাবে তা তুমি জানবেনা আগে
ধৈর্য্যই তোমায় সব এনে দিবে ভাগে!
হাল ছেড়নাকো তুমি না পেয়ে পেয়ে
জীবন তখনই হবে তোমার একঘেয়ে।
মুহূর্তে যখন তোমার সব পাওয়া যাবে
অতীত তখন তোমার বিস্মৃতি হবে!
সুখের ভার অনেক বেশি যায় নাকো দেখা
স্মৃতির পাতায় তা হয় পেন্সিলে লিখা।
দুখের সময় স্বল্প তবু ভার কেন বেশি?
সেই পাতাটা লিখা হয় কলম-কালির বেশী!
Thumbnails managed by ThumbPress
১৯টি মন্তব্য
মুহাম্মদ আরিফ হোসেইন
চমৎকার কবিতা।
না চাইতে যে সব পায় সে পাওয়ার তৃপ্তিটা বোঝে না।
যার কোন দুঃখ নেই সে প্রকৃত সুখ উপলব্ধি করতে পারে না।
সিহাব
ধন্যবাদ। 🙂
গাজী বুরহান
মচৎকার!!
স্যরি! ভালো হইছে।অনেক ভালো..+++++
সিহাব
ধইন্যাপাতা !!
সর্যি, ধন্যবাদ ! 😀
ইঞ্জা
অসাধারণ লিখেছেন। (y)
সিহাব
🙂
ইঞ্জা
😀
মৌনতা রিতু
দুঃখকে কাছে রাখতে চাই না, সুখকে ছাড়তে চাই না তাই সে তাড়াতাড়ি যেতে চাই না। তাই হয়ত এই পার্থক্য।
খুব সুন্দর হইছে।
শুভকামনা।
সিহাব
হুম।
ধন্যবাদ !
নীলাঞ্জনা নীলা
ভালো লাগলো।
সিহাব
ধন্যবাদ
🙂
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
খুবই চমৎকার কবিতা।লেখার লাইনগুলো আরো চাপিয়ে আনতে শিফট ধরে এন্টার দিবেন।তাতে লেখাগুলো আরো সুন্দর লাগবে।
সিহাব
পরামর্শের জন্যে ধন্যবাদ। পরের বার অবশ্যই সেটা করবো। 😀
শুন্য শুন্যালয়
ছন্দ মিলিয়েও এমন চমৎকার ম্যাসেজ সমৃদ্ধ কবিতা লেখা কঠিন, আর আপনি তাতে সফল। বেশ ভালো হয়েছে কবিতা সিহাব ভাই।
সিহাব
😀
মিষ্টি জিন
ছন্দ মিলানো চমৎকার কবিতা । ভাললাগা রইল।
সিহাব
ধন্যবাদ
😀
আবু খায়ের আনিছ
বাহ! ছন্দ মিলানো কবিতা, বেশ ভালো লাগলো। লেখার মাঝে স্পেশ বিরক্তির সৃষ্টি করে, খেয়াল করবেন বিষয়টা।
সিহাব
ধন্যবাদ। পরের বার বিষয়টা খেয়ালে রাখবো। 🙂