আমি সভ্যতার এক নগ্ন পরিবেশ হতে উঠে এসেছি।
যেখানে ছিলোনা ল্যাম্পপোস্টের জলমল আলো।

আমার বিবর্তন হয়েছে,
কিন্তু পরিবর্তন হয় নি।

আমার অতীতের স্মৃতি সিন্ধু সভ্যতার তীরে গড়ে উঠা মেসোপটেমিয়াতে ধংস হয়ে গিয়েছে।
তাই আমি কত অব্যক্ত যন্ত্রণার সাক্ষী।

আমি স্বাধীন হয়েছি।
কিন্তু পরাধীনতার শিকলে আবদ্ধ।

আমি ডুবেছি ভরাবর্ষায়।
দুচোখ ভরে দেখি নাই শীত,বসন্ত।

আমি হন্যে হয়ে উঠেছিলাম কোন এক নগরীতে।
যেখানে সিরিয়ার মত ক্ষুধার্ত শিশুরা হাহাকার করছে।

পাখাগজানো উইপোকারাও উড়তে পারছে না।
তাই উদাস শূন্য দৃষ্টিতে চেয়ে আছে।

আমি নিস্তব্ধ হয়ে আছি এই নির্বাক সভ্যতার কাছে।
সভ্যতা পুড়ছে আজ অ্যাসিড আর ক্যামিক্যালে।

0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ