Before Sunrise – মুভিটির squeal হল Before Sunset । তাই আমার মতে Before Sunrise মুভিটি না দেখলে পুরোপুরি বুঝে আনন্দ নেয়া সম্ভব হবে বলে মনে হয় না , বিশেষ করে যখন flashback এ Before Sunrise এর কয়েকটি দৃশ্য দেখানো হয়েছে । এখানেও Jesse ও Celine কে নিয়েই ছবি । আগেরবার ছিল Viena এবারে Paris । আমার কেন যেন Viena এর দৃশ্যগুলোকেই ভালোলাগে । মুভিটির ঘটনা প্রবাহের সময়কাল Jess এর কথানুযায়ী বিশ মিনিট এর সামান্য বেশি । এর পরই তাকে বিমান ধরতে হবে । অতএব এই সময়টুকুই শুধু তাদের । Before Sunrise এর মত একই ভাবে দুজনের কথা বলা এবং কথা বলা হেটে হেটে পথে পথে , পার্কে , ক্যাফেতে , বোট , গাড়ীতে ও সর্বশেষে Celine এর বাড়ীতে । যদিও এবারে ত্রিশোর্ধ্ব দুজনের অনেক পরিণত দৃষ্টিভঙ্গির সাথে গভীর থেকে গভীরতর জীবনবোধ তাদেরকে ভিন্নমাত্রায় উপস্থাপন করেছে ।কাজেই মুভিটি দেখার সময় একটু বেশি মনযোগ নিয়েই সংলাপগুলো শুনলে মুভিটি আরও বেশি উপভোগ্য হবে । নয় বছর পর Jess(Ethan Hawke) ও Celine(Julie Delpy)আবার দেখা হয় ।নিজের লেখা বেস্ট সেলার আত্মজৈবনিক উপন্যাস প্রকাশনা উপলক্ষে Jess এখন Paris এ । উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে Jess স্বীকার করে নিয়েছে যে বইয়ের ঘটনাটি Celine কে নিয়েই একদিন Viena তে কাটানোর উপলক্ষ করে লেখা । তার পরবর্তী বই সম্পর্কে বলতে গিয়ে যা বলল তাতেও ফ্লাশ ব্যাকে Before Sunrise এর ঘটনা দেখানো হচ্ছিল । Jess এখন বিবাহিত এবং একটি বাচ্চাও আছে তার , কিন্তু সে প্রচণ্ড অসুখী । কারণ নয় বছর পর তাদের দেখা হলেও Jess এর কাছে তার একমাত্র ভালোবাসা Celine । ছবির শেষের সংলাপটিতে অনেক কথা বলা হয়েছে বলেই মনে হয় ।
Baby , you are gonna miss that plane . – Celine বলছে ।
I know .-উত্তর Jess এর ।
এ যেন চিরন্তন ভালোবাসার নিবিরতম প্রস্রবণে নিমজ্জিত হয়ে ভেসে যাওয়া অন্তহীন গভীরতায় ।

0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ