বৃষ্টি-ভ্রমণ চালু রেখে ভাবি
আর কতটা ভিজলে কাক-ভেজা হতে পারি!

মৃত্যুপুরীর পাশ-ঘেঁসে ঢালু পথ বেয়ে
করোনা নিকটবর্তী হয়েও দিব্যি বুকে ফুঁ-দিয়ে
ইজেলে রঙের পর রঙ চড়াতে পারি!

আপনা-আপনি ধীরে-ধীরে গড়ে ওঠা
দীর্ঘতর ছায়া-প্রান্তরের মানুষগুলোকে
ক্রমান্বয়ে হারিয়ে-যাওয়া দেখতে থাকি!
অন্ত্যেষ্টিক্রিয়ার মতো;

স্পর্শ-অরণ্যে মিশে যাওয়ার আগে
গোধূলির শেষ আবির মেখে সচিত্র হৃদয়ের
ছাপ আঁকা চিত্রটি কী সোনেলা দেয়ালে
লেপ্টে রেখে যেতে পারি!

পুড়ে যাওয়া গ্রীষ্মকাল জুড়ে থেকে থেকে
ঝালাপালা হৃদয়ে, ঢেড় না-হক কথা শেষে,
বৃষ্টির আলোয় শান্ত-স্থির মুঠো-বন্দী চকচকে
কাঁচপোকাটি কী একটু দেখতে পারি!

ছবি নেটের।

0 Shares

৩২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ