
=====================================
সম্পর্ক আর প্রণয় একই সূত্রে গাঁথা নয় প্রেম।
সম্পর্ক এর মাঝে অগাত স্বার্থপর ক্ষয়-
আর প্রণয় চলে নিস্বার্থপর কন্টাসা জয়!
আসলে বৃন্দবন খোঁজে কয় জন
তবে স্বাভাবিক ভাবে চলচ্ছে সব
তাও বোঝা বড় কঠিন
কারণ নিজস্ব ব্যপার হয়ে দাঁড়।
অথচ আমরা সম্পর্ক খুজি-
গভীর প্রণয় বলি- কিন্তু মনগভীরে
কতটুকু আছে বুঝতে চাই না;
অগাত প্রণয় সাগর ডুবেই যায়
স্রোতহীন কান্দন বুঝাই
আর রাতপোহালেই রঙিন ভোর
স্বপ্নমাখা দেখি প্রণয় সম্পর্ক
এক গাঁথা নয় প্রেম শুধু মুখ ছল।
০৩ শ্রাবণ ১৪২৬, ১৮ জুলাই ২০
—————————-
১৯টি মন্তব্য
নিতাই বাবু
কবিতায় যথার্থ উপস্থাপিত হয়েছে। আসলেও আমরা অনেকেই এ-বিষয়ে বুঝতে চাই না।
শুভকামনা থাকলো শ্রদ্ধেয় লিটন দাদা।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি নিতাই দা
সুন্দর মন্তব্য করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন———–
সুপায়ন বড়ুয়া
“অথচ আমরা সম্পর্ক খুজি-
গভীর প্রণয় বলি- কিন্তু মনগভীরে
কতটুকু আছে বুঝতে চাই না; “
সুন্দর তো , কখনো হয় নি দেখা ভেবে।
শুভ কামনা।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি সুপায়ন দা
সুন্দর মন্তব্য করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন———–
হালিম নজরুল
আমার কাছে দুর্বোধ্য মনে হল।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি নজরুল দা
সুন্দর মন্তব্য করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন———–
খাদিজাতুল কুবরা
আসলে মুখের আড়ালে ছল বেশি আজকাল।
সম্পর্কে গভীরতা কতটুকু ভেবে দেখা হয়না।
ভালো লিখেছেন দাদা।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি কুবরা আপু
সুন্দর মন্তব্য করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন———–
ফয়জুল মহী
মনোমুগ্ধকর লেখনী l
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি মহী দা
সুন্দর মন্তব্য করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন———–
মোঃ মজিবর রহমান
মনের গভিরতআ ক জনই বা মাপে। শুধুই প্রেম চাই দেহ চাই হইত।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি মজিবর দা
সুন্দর মন্তব্য করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন———–
মোঃ মজিবর রহমান
হ্যা আপনিও ভাল থাকুন।
আলমগীর সরকার লিটন
শ্যামলীর দেখি আসেন তো
সুপর্ণা ফাল্গুনী
আজকাল সম্পর্ক, প্রণয় সবকিছু গুলিয়ে যাচ্ছে। মনে এক , মুখে আরেক। কোন কিছুর গভীরতা খুঁজে পাইনা। ভালো লাগলো কঠিন কবিতা। শুভ কামনা রইলো
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি সুপর্ণা দিদি আসলে কবিতা কঠিন সহজ আমি বুঝি না
সুন্দর মন্তব্য করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন———–
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
বাহ, বেশ — আর রাতপোহালেই রঙিন ভোর
স্বপ্নমাখা দেখি প্রণয় সম্পর্ক
এক গাঁথা নয় প্রেম শুধু মুখ ছল।
–ধন্যবাদ।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি আলম দা
সুন্দর মন্তব্য করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন———–
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
ভালো এবং সুস্থ থাকবেন।