
আকাশ মুখি প্রেম আমার
সে তো চাঁদ ছোঁয়া আঁধার নয় কি!
তবু কতটুকু কাছাকাছি-
এই স্পর্শ ছুঁয়া আমার;
অথচ কেউ দেখে না- না
উড়ে যাচ্ছি চোখের সামনে
তারপরও আমাকে ছুঁইতে পারে না
ঐ তারা খুব কাছের তারা
রাত পুহালো- ফর্সা হলো!
অমোঘ ঘ্রাণ যেনো উড়লো
অতঃপর আমি শুধু আমি
আকাশ মুখোমুখি প্রেম আর প্রেম।
০৫ মাঘ ১৪২৮, ১৯ জানুয়ারি ২২
৬টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
দারুন লিখলে প্রিয়। শুভেচ্ছা রইল।
আলমগীর সরকার লিটন
জি কবি মজিবর দা
ধন্যবাদ জানাই ভাল ও সুস্থ থাকবেন——
বোরহানুল ইসলাম লিটন
অসাধারণ প্রেমে ভরা নিবেদন কবি দা।
অশেষ মুগ্ধতা রেখে গেলাম পাতায়।
আলমগীর সরকার লিটন
জি কবি লিটন দা
অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকবেন——–
হালিমা আক্তার
বাহ্, চমৎকার আকাশ মুখি প্রেম। শুভ কামনা রইলো।
আলমগীর সরকার লিটন
জি কবি হালিমা আপু
চমৎকার কমেন্ট করার জন্য ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থকাবেন———