মুক্ত প্রান্তর

মাসুদ চয়ন ১৬ জুলাই ২০১৯, মঙ্গলবার, ০৪:১৫:০৫অপরাহ্ন কবিতা ১০ মন্তব্য

(মুক্ত-প্রান্তর)
এমন মাটির গন্ধ শুঁকে আজ--
নদীর কাছে প্রশ্ন রেখে যাই-
যেই নদীটি মাটির বুকে বাঁচে
কাঁদা বালির ক্ষণণ ক্ষুধায় মেতে
এপার ওপার উপচে ওঠে ঢেউয়ে
ঢেউ থেমে যায় মৃত্যু কাছে এলে
একটি জীবন যখন তখন মরছে-
প্রশ্নবিহীন মৃত্যু-
চিহ্নবিহীন অনুধ্যান/
নদী জন্মে মাটির গল্প শুনবে
গহীন ছায়ায় ছড়িয়ে যাওয়া রোদে
মাটি হলো ছায়ার শেঁকড় তান
ক্লান্তি এলে দুঃখ ভুলার গান_

শিমুল গাছে বাজায় করুণ সুরে
শঙ্খ চিলটি একটি পোঁড়া বাশিঁ
কোন পাখিটা মরলো এবার তবে
গুলতি মারলো কোন পাষানটা হে!
অমন পথের অলস দুপুর নিঝুম স্বরে বলছে-
মানুষ ভাই,কাউকে মারতে এলে বুঝি!
পাখি নাকি মাছ,নাকি নিথর গাছ-
একটু দূরেই নকশী রাঙা হাঁট
একটু হেঁটেই ক্লান্তি শেষের পাঠ
গল্পে মাতে আলাই ভালাই বেশ-
যাও ছুটে যাও তাদের কাছে ভাই
মেরোনা আর-
মেরোনা আর-
কষ্টে কাতর হয়ে গুলতি দিলাম ফেলে-
যে যায় সেই হত্যার অনশণ চালিয়ে যায়
ক্ষত-বিক্ষত হয়ে গেছে প্রকৃতির বুক
তোমরা কেমন মানুষ হে-
আমরা বাঁচিয়ে রাখছি পৃথিবীর জীব বৈচিত্র্যকে
তোমরা বিনাশের অগ্নি প্রতিদান দিচ্ছো!
এই বলে রোদ হারিয়ে গেলো
আকাশ ভেঙে নামলো অলস
ছায়া-
পথের কান্না ছড়িয়ে পড়লো তাতে
বটের মূলে ঠাঁই নিয়েছি তাই
একটু থেমে আবার ছুটে যাবো-
উদ্দেশ্যহীন পদযাত্রী আমি/

এমন জমির রহস্য কি তবে!
আমন ধানের শীষগুলো কি শিল্প!
সবুজ ঘাঁসের গন্ধ এলো কাছে
হাত বাড়ালেই পুকুর ডোবার জল
ধন্য হলাম এমন প্রহর পেয়ে
গ্রামীণ পথের হিমেল বাতাস ধেয়ে একলা হেঁটে চলছি অচীন কেহ
নাম না জানা জন্ম বেজায় ভালো
মানুষ নামের সহজ জীবন চাই/
(মাসুদ চয়ন)

0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ