মুক্তো খুঁজে নেয়া

ছাইরাছ হেলাল ৩ সেপ্টেম্বর ২০২১, শুক্রবার, ০৯:৪০:৩০পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২০ মন্তব্য

শোরগোল/নিস্তব্ধতা বাঁচিয়ে একাকীত্বকে এক সুতোয় গেঁথে ফেলবো
হাত-স্পর্শের উষ্ণ নিঃশ্বাসে, ভাবি,
অনিচ্ছুক দাসের রূগ্ণ/দুরন্ত/সাহসী হৃদয়-বিস্তারে;

নেশার মত অনিদ্রারা দেবদূত নয়, দূরাভাষি/দূরসন্ধানী কুহেলিরা
কুয়াশা ছুঁড়ে দেয়,
রুপোর শিমুল তুলো ভেবে তুলে নিতে গিয়ে দেখি
একরাশ নিষ্প্রাণ ফুলের অক্ষর।

পরিব্রাজক হয়ে অরণ্য-পথে অজস্র পায়ে পায়ে
হেঁটে যেতে যেতে খুঁজি তৃষ্ণা-জলের খনি,
অসতী আলোয় পথ হারিয়েছি, বুঝেও অযথা হৈ রৈ করি;

পরিক্রমার পদব্রজে এ এমন কিছুই না,
শুধু চাঁপা পড়া শব্দ-পাহাড় থেকে কিছু মুক্তো খুঁজে নেয়া,
অসম্পূর্ণতায়-ও একটুখানি ছুঁয়ে থাকা।

“I can’t write in the way, it need to be written.” (স্মৃতি)

গান ও ছবি নেটের।

0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ