মুক্তি চাই

সঞ্জয় মালাকার ৩১ জানুয়ারি ২০২০, শুক্রবার, ০৭:৩৯:২৬অপরাহ্ন কবিতা ২২ মন্তব্য

যে বুকেতে থাইকা শিখলা প্রেমের মানেটা
সেই তো আজ একলা কাঁদে, ফিরাও দেখলা না!

মুক্তি চাই,,

পাওয়া না পাওয়া,
তোমার জন্য লিখা একটা কবিতা,
আমি সত্যি বলছি....
পাওয়া না পাওয়া, শূন্যতা আমার ঠিকানা!

তুমি চাইতেই পারও মুক্তি...
ঠিক যতো টা কাঁদিয়েছ আমায়!

তুমি তো সুখেই আছ...
দূরের ঠিকানায়, কালো ছাঁয়া হয়ে আমার সীমানায়,
কিচ্ছু ভাল্লাগে না,শুধু তোমার শূন্যতা
তোমায় না পাওয়ার যতো বেদনা?
বলতে পারিনা, ঘুম হয়েছে জল বিছানা।

তুমি চাইতেই পারও মুক্তি...
ঠিক যতো টা কাঁদিয়েছ আমায়!

তবু বলছি তুমি কেমন আছ...
না হয় একবার আমায় জানিও,
তুমি ভালো আছ জানলে একটু শান্তি পাবো!
তুমি কী জানো,আজ আমার বিকেল গুলো
সাদা কাগজের বুকে হাসে,
কলঙ্কের কালি মেখে গায়ে!.

তুমি চাইতেই পারও মুক্তি....
ঠিক যতো টা কাঁদিয়েছ আমায়!

তুমি'ই বলও,
চাওয়া পাওয়ার কি কিছু বাঁকি আছে,
স্বপ্ন তো শুধু আমার ধারে কাছে,
শুধু সৃতির দেয়ালে প্রাণ হীন ছবিটার কাছে!
তবু বলছি না তুমি ফিরে এসো...
বলছি তুমি যেখানে আছ ভালোই আছ,
আমি না হয় মুক্তি নেবো......
মৃত শরীর টা যেমন পরে থাকে।

তুমি চাইতেই পারও মুক্তি...
ঠিক যতটা কাঁদিয়েছ আমায়"

0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ