
তুমি শুধু প্রেমিক নও তুমি মুক্তির দূত,
তোমায় পাঠিয়েছেন স্বয়ং বিধাতা!
তিনি নিশ্চয়ই খুলে দেখেছেন আমার যাতনার খাতা।
দেখেছেন খড়খড়ে শুকনো রক্তাক্ত সব পাতা!
তাই তোমাকে ভালোবেসেছি বলে অনুতাপ হয়না।
মুক্তির স্বাদ পেতে বলো কে চায় না?
মিনতি করি প্রিয় একা ছেড়ো না,
এখানে ভয়াল রাত, বিভীষিকা ময় প্রভাত!
আমার ভীষণ ভয় করে, সইতে পারি না।
হৃদয়টা তোমার হৃদয়ে লুকিয়ে রাখো,
মুখটি তুলে ধরে না-ই বা দেখো।
ক্রুর দৃষ্টি রুঢ় ব্যবহার আমার নৈমিত্তিক আহার,
ভুখা চোখ দেখে শান্তির পায়রার বন্দীত্ব আর অনাহার।
বিজয় কেতন উড়াবো আবার…
যদি অধিকার পাই ভালোবাসিবার।
আমায় মুক্ত করো হে মহান,
তুমি আমার জীবনে বিধাতার বিশেষ দান।
কায়াটা পড়ে থাকুক বাঘের খাঁচায়,
তুমি শুধু মায়াটুকু তুলে নাও তোমার নায়।
আমার ভীষণ ভয় করে!
আতংকে কাটে দিন রাত কাটে শংকায়!
হৃদয়ে তোমাকে যদি না পেতাম,
হয়তো আগের মতো এখনও দিনে শতবার মরতাম।
তুমি শুধু প্রেমিক নও তুমি মুক্তির দূত,
উড়বো আমি তোমার আকাশে আশা অযুত।
তোমায় পাঠিয়েছেন বিধাতা তুমি মুক্তির দূত।
#বিঃ দ্রঃ কবিতাটি” হামারি আদুরি কাহানী “মুভি অবলম্বনে লিখেছি।
২৪টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
তুমি শুধু প্রেমিক নও তুমি মুক্তির দূত,
উড়বো আমি তোমার আকাশে আশা অযুত।
তোমায় পাঠিয়েছেন বিধাতা তুমি মুক্তির দূত।——–
সুন্দর অনুভূতির প্রকাশ কবি আপু
খাদিজাতুল কুবরা
আন্তরিক ধন্যবাদ এবং অফুরান শুভেচ্ছা রইল দাদা।
ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা নিরন্তর।
সুরাইয়া নার্গিস
ক্রুর দৃষ্টি রুঢ় ব্যবহার আমার নৈমিত্তিক আহার,
ভুখা চোখ দেখে শান্তির পায়রার বন্দীত্ব আর অনাহার।
বিজয় কেতন উড়াবো আবার…
যদি অধিকার পাই ভালোবাসিবার।
কবিতার প্রতিটা চরণ মনমুগ্ধকর আপু, দারুন লিখছেন।
শুভ কামনা রইল।
খাদিজাতুল কুবরা
আপু আপনার ভালো লেগেছে এটাই আমার প্রাপ্তি।
ভালো থাকবেন শুভকামনা রইল
নিতাই বাবু
আপনার লেখা কবিতায় আমি মহান সৃষ্টিকর্তাকেই একমাত্র মুক্তির দূত হিসেবে দেখতে পাচ্ছি। তিনি কখনো আমার যমদূত, কখনো আবার মুক্তির দূত।
শুভকামনা থাকলো শ্রদ্ধেয় দিদি।
খাদিজাতুল কুবরা
দাদা আমার লেখাটি পড়েছেন এবং মন্তব্য করে অনুপ্রাণিত করেছেন।
আপনাকে বিনম্র শ্রদ্ধা জানাই।
ভালো থাকুন।
সুপর্ণা ফাল্গুনী
ঠিক মুক্তির স্বাদ আমরা সবাই পেতে চাই।বিধাতা নিশ্চয়ই কাউকে না কাউকে পাঠায় আমাদের কে কিছুটা সময় বিধাতার সৃষ্টির প্রেমে পড়ার জন্য। ভালো লিখেছেন। ধন্যবাদ আপনাকে। শুভ কামনা রইলো
খাদিজাতুল কুবরা
দিদি আপনার বিশ্লেষণ সবসময় উচ্চ মাত্রার।
আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা রইলো।
ভালো থাকুন প্রিয় দিদি।
মোঃ মজিবর রহমান
তুমি শুধু প্রেমিক নও তুমি মুক্তির দূত,
তোমায় পাঠিয়েছেন স্বয়ং বিধাতা!
তিনি নিশ্চয়ই খুলে দেখেছেন আমার যাতনার খাতা।
দেখেছেন খড়খড়ে শুকনো রক্তাক্ত সব পাতা!
মন ভোলানো উক্তি
ভাল লাগল আপনার লেখাটি
খাদিজাতুল কুবরা
ভাইয়া আপনার ভালো লেগেছে এটাই আমার দু’কলম লেখার সার্থকতা।
আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।
মোঃ মজিবর রহমান
ভাল থাকুন সুস্থ থাকুন
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
প্রেমময় আবেগের অনবদ্য প্রকাশ। ভালো লাগা — “হৃদয়টা তোমার হৃদয়ে লুকিয়ে রাখো,
মুখটি তুলে ধরে না-ই বা দেখো”।
ভালো এবং সুস্থ থাকবেন। শুভ কামনা রইলো।
খাদিজাতুল কুবরা
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন প্রিয় সুহৃদ।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
ধন্যবাদ।
ফয়জুল মহী
অপরূপ ভাবনা। ভালো লাগা অনাবিল ।
খাদিজাতুল কুবরা
আন্তরিক ধন্যবাদ সবসময় অনুপ্রাণিত করার জন্যে।
ভালো থাকুন শুভকামনা নিরন্তর।
দালান জাহান
উচ্ছ্বাসে উঠে আসা কিছু কথা
খাদিজাতুল কুবরা
আন্তরিক ধন্যবাদ ভাইয়া।
ভালো থাকুন সবসময়
আরজু মুক্তা
বিপদ থেকে কাটিয়ে উঠতে কাউকে না কাউকে আল্লাহ পাঠায় মুক্তির দূত রূপে।
আমরাও শুকরিয়া করি তাঁর
খাদিজাতুল কুবরা
আপু একদম ঠিক বলেছেন।
আল্লাহ পাক আমাদের ভালোর জন্যই সবকিছু করেন।
ভালো থাকুন প্রিয় আপু।
ছাইরাছ হেলাল
বিধাতার এমন দূতের জন্য হাপিত্যেশ একটু থাকতেই হয়।
সিনেমাটি দেখা থাকলে আরো ভাল পাঠ নিতে পারতাম এ কবিতা থেকে।
খাদিজাতুল কুবরা
আমাদের সমাজ এবং ধর্মমতে একজন বিবাহিতা নারীর স্বামী ছাড়া কাউকে ভালবাসা অনৈতিক তথা পরকীয়া।
স্বামীর হাতে অহর্নিশ নির্যাতিতার কাছে এ সংজ্ঞা কতটুকু অর্থ বহন করে সেটা ভাববার বিষয়।
আমি ক্ষুদ্র পরিসরে সেটাই তুলে ধরার চেষ্টা করেছি মাত্র।
আন্তরিক ধন্যবাদ ভাইয়া।
সুপায়ন বড়ুয়া
“তুমি শুধু প্রেমিক নও তুমি মুক্তির দূত,
উড়বো আমি তোমার আকাশে আশা অযুত।
তোমায় পাঠিয়েছেন বিধাতা তুমি মুক্তির দূত।”
কজনাই বা পারে বলতে
আশার ফানুস উড়তে
সার্থক প্রেমিক মুক্তির দুত
নিসার্থ ভাবে মিলতে।
ভাল লাগলো। শুভ কামনা।
খাদিজাতুল কুবরা
দাদা আপনার মন্তব্য আমার কলমের অনুপ্রেরণা হয় থাকবে।
আমার বিনম্র শ্রদ্ধা জানবেন।