মনের সন্ধিক্ষণে তোমাকে বন্দী করে রেখেছি সারা জীবন তোমাকে দেখবো বলে, সবই মুছে যাবে যত স্বপ্ন এঁকেছি আর মরে যাব তোমার কিছু হলে । আমার মনের আকাশে শুধুই তোমাকে তারার মত করে ফুল ফুটিয়ে রেখেছি জ্যোৎস্না রাতে নিরবে তোমার কথা ভেবেছি। আর ভালোবাসার চোখ দিয়ে তোমায় দেখেছি। এতে কি আমার ভুল হয়েছে তুমিই বলে দাও, যদি মনে কর ভালবেসে ভুল করিনি- তবে আর অপেক্ষা করতে চাই না কাছে এসে বল, ভালোবাসা দিলাম দু’হাত বাড়িয়ে নাও। আমি কিন্তু নতুন কোন স্বপ্নের মহল গড়িনি, হৃদয়ের ছোট্ট মহলেই তোমাকে স্থান দিয়েছি, সেই মহলেই তোমাকে রাণী করে নিয়েছি। এর পরেও অপরাধী ভাবলে শাস্তি দিও, তবে মনের কথা এটুকু জেনে নিও, তোমার প্রতি আমার ভালোবাসা আজীবন রবে, আর এই কথা যদি আসলেই সত্যি হয় তবে তোমার আমার মিলন পরকালেই হবে।