মিলনের এ মেলায়

ছাইরাছ হেলাল ২৩ ফেব্রুয়ারি ২০২০, রবিবার, ০৯:১৫:২৪পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৪২ মন্তব্য

 

তোমরা কারা? কতক্ষণ হলো এলে?
কত দূর থেকে এলে? এত এত দেরি কেন হলো?
ও ও এলে-না কেন?

এমন ক্লিসে/আজগুবি প্রশ্ন হা হা হা হা ধ্বনির ফুঁৎকারে
হারিয়েছে প্রাণ-উল্লাস-নৈবদ্যের অন্তহীন পরমায়ুতে
সেই কখন, কেউ টের পায়নি;

আনন্দায়িত রূপ থেকে রূপান্তরের অনন্ত ছফরে
আজই প্রথম এলে যারা, তাঁরা ভাবেন/ভাবে
‘প্রীতি পেলে থেকে যাব, না পেলে না’ এমনটি আর না;
প্রীতি পেয়েছি, অতএব থাকছি, থাকব, নিজের বাড়িতে।

এ কোন এ্যাবসার্ড নাটকের, ড্রেস রিহার্সাল নয়,
নয় হঠাৎ হুট করে উজিয়ে ওঠা মিশ্র খাম্বাজ রাগ!
নয় আবগারি উন্মাদনা!
নয় পড়ি মরি করে ত্রস্ত পায়ে ঝুম ঝুমিয়ে পালিয়ে যাওয়া
রাগ-রক্তিম ব্যঞ্জনা;

প্রসন্ন/প্রশান্ত স্নিগ্ধ সুগন্ধ-দ্বীপ ভালোবাসার হৃদয় অলিন্দে
এক সুখ কাজ করে তার নাম ভালোবাসা।

বছরান্তে দ্যাখা অতি প্রিয় চির-চেনা মুখদের দেখে
হৃদয় ব্যাকুল প্রিয় স্মৃতিদের ঘিরে, এ যেন ছিঁড়ে ফুঁড়ে
হঠাৎ বেরিয়ে আশা বিশ্বস্ত মায়া-বন্ধন, কত কাল আছি
একসাথে একবুকে, থাকবো ও অবিরাম।

এবারে এইবারেই প্রথম-দেখাদের সাথে দেখাদেখি
হাসাহাসি করে সবাই ভাবি, এত এত দেরি কেন হলো
এতো জন্ম জন্মান্তরের চেনা।

এমন-ই হয়, এমন-ই হওয়ার কথা, মৃদু মসৃণ
সুস্থির মিলন মেলার সুহৃদ্‌ পরমদের সারাদিন সারাক্ষণের
ভালোবাসার ঝিলিক, স্বপ্ন-ধ্যান-জাগরণে।

0 Shares

৪২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ