
১/সত্য টা হারিয়ে আজ, মিথ্যের ধরেছি সঙ্গ
আমি জীবিত নাকি মৃত, প্রশ্ন তুলে কত শত /
মিথ্যে সমাজ,,
ধর্ম বলে ঐ সমাজে পোড়ায় ঘরবাড়ি
জাতির নামে হয় আজ মিথ্যে মারামারি,
কে খেলেছে মরণ খেলা,কে খেলছে রক্তের হলি
সমাজ তো এখন হয়েছে জাতি বিবাধের গাড়ি!
মিথ্যে টা পেয়েছে স্হান,
হিন্দুদের ঘর পোড়লো,মুসলমানের রক্ত ঝরল,
কেউ হাসলো আর কেউ কাঁদল,ওটা কি বলে ধর্ম মানব, ধর্মের শন্ন্যাসা?
এখন লুকের মুখে শুনা যায়,সমাজ নাকি বেইমান?
কে ধরেছে এমন মিথ্যের স্লোগান,
কে করেছে ধর্মের অপমান ভাবনা হয়েছে চিন্তার গান।
তবু বলি মিথ্যে ছেড়ে দাও, সত্যের সঙ্গ নাও
সত্যের কাছে ধর্ম সাজাও,বাঁচিবে জীবন প্রাণ।
২৪টি মন্তব্য
সুরাইয়া পারভিন
সত্যি সব সময়ই সত্যি। মিথ্যে যতোই শক্তি শালী হোক না কেনো সত্যির সামনে সবসময়ই পরাস্ত হয়।
চমৎকার লিখেছেন
সঞ্জয় মালাকার
মন্তব্যে মুগ্ধতা আপু অসংখ্য ধন্যবাদ আপনাকে,
শ্রদ্ধা ও ভালোবাসা রইলো।
কামাল উদ্দিন
কাজী নজরুলের কবিতা বলেছিল
সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, এই কথাগুলো আমি মনে প্রাণে বিশ্বাস করি।
সঞ্জয় মালাকার
সত্যি বলছেন দাদা, কবির কথাই সত্য।
মন মুগ্ধ মন্তব্য দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
কামাল উদ্দিন
ধন্যবাদ আপনাকেও দাদা
সঞ্জয় মালাকার
শুভেচ্ছা রইলো,
জিসান শা ইকরাম
লেখায় বাস্তবতার প্রতিফলন।
ভাল হয়েছে লেখা।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধে ভাইজান, আপনার ভালো লাগাতে আমি আনন্দিত হই ,,
শুভ কামনা 🌹🌹
নীরা সাদীয়া
সমাজের কিছু নিয়ম একদম অমানবিক। মুসলমানে ছুঁয়ে দিলে অকল্যাণ হবে, আরও কী সব হাবিজাবি ধারণা! সব মিলেয়ে একটা হযবরল!
সঞ্জয় মালাকার
হুম ঠিকই বলেছেন সব মিলিয়ে হযবরল। অসংখ্য ধন্যবাদ আপনাকে, শুভেচ্ছা জানাবেন দিদি।
এস.জেড বাবু
তবু বলি মিথ্যে ছেড়ে দাও, সত্যের সঙ্গ নাও
আপনার সাথে আমিও বলবো-
সত্যের সঙ্গ নাও
সঞ্জয় মালাকার
বাবু ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, শ্রদ্ধা ও ভালোবাসা নিবেন।
ছাইরাছ হেলাল
সত্য-ই হোক একমাত্র অবলম্বন আমাদের জীবনে।
সঞ্জয় মালাকার
হু ঠিক বলেছেন দাদা,
সত্য-ই হোক একমাত্র অবলম্বন আমাদের জীবনে।
অসংখ্য ধন্যবাদ দাদা শুভেচ্ছা রইল।
তৌহিদ
সদা সত্যের পথে চলাতেই শান্তি। একেবারেই বাস্তব কথা লিখেছেন দাদা।
শুভকামনা রইলো।
সঞ্জয় মালাকার
অজস্র ধন্যবাদ দাদা,
সদা সত্যের পথে চলাতেই শান্তি।
শুভেচ্ছা ও ভালোবাসা নিবেন।
রুমন আশরাফ
“সত্য টা হারিয়ে আজ, মিথ্যের ধরেছি সঙ্গ
আমি জীবিত নাকি মৃত, প্রশ্ন তুলে কত শত”
বাস্তবতার প্রতিচ্ছবি তুলে ধরেছেন সঞ্জয় দা। ভাল লাগলো কবিতাটি।
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ রুমন ভাই, আপনার প্রতি রইলো শ্রদ্ধা ও ভালোবাসা।
শুভেচ্ছা জানাবেন।
সাবিনা ইয়াসমিন
মিথ্যার সঙ্গে সাময়িক ভালো থাকা যায় কিন্ত পরবর্তিতে পরিনাম হয় ভয়াবহ। যা কিনা মৃত্যুর মতই।তাই যেকোনো মুল্যে মিথ্যাকে পরিত্যাগ করা শ্রেয়।
ভালো থাকুন
শুভ কামনা দাদা, 🌹🌹
সঞ্জয় মালাকার
হুম ঠিক বলেছেন দিদি, যেকোনো মুল্যে মিথ্যাকে পরিত্যাগ করা শ্রেয়।
অসংখ্য ধন্যবাদ দিদি-
আপনিও ভালো থাকুন সব সময়
শুভ কামনা 🌹🌹
মোঃ মজিবর রহমান
শোন মানুষ শোন
রক্তই যদি ঝরে তবে ধর্ম রাখবা কই।
শোন ধর্মান্ধ খেত মানুষ শোন
ধর্মের নামে রক্ত চুষবা
ধর্ম বুনবা কোথা।
শোন মানুষ শোন
ধর্মের নামে রক্ত নিবার ক্ষমতা
দেয় নাই ধর্ম বিধাতা।
শোন ধর্মান্ধ শোন
মানুষই যদি না রাখবা
ধর্ম কোথা বিলাইবা।
সঞ্জয় মালাকার
বাহ্ চমৎকার মন্তব্য ও কবিতা,অসংখ্য ধন্যবাদ দাদা, শুভেচ্ছা রইলো।
মোঃ মজিবর রহমান
শুভেচ্ছা রইল, দাদা।
সঞ্জয় মালাকার
শুভেচ্ছা অফুরন্ত দাদা।