মিথ্যে সমাজ

সঞ্জয় মালাকার ১৫ নভেম্বর ২০১৯, শুক্রবার, ০৩:০০:৫১অপরাহ্ন এদেশ ২৪ মন্তব্য

১/সত্য টা হারিয়ে আজ, মিথ্যের ধরেছি সঙ্গ
আমি জীবিত নাকি মৃত, প্রশ্ন তুলে কত শত /

মিথ্যে সমাজ,,

ধর্ম বলে ঐ সমাজে পোড়ায় ঘরবাড়ি
জাতির নামে হয় আজ মিথ্যে মারামারি,
কে খেলেছে মরণ খেলা,কে খেলছে রক্তের হলি
সমাজ তো এখন হয়েছে জাতি বিবাধের গাড়ি!

মিথ্যে টা পেয়েছে স্হান,
হিন্দুদের ঘর পোড়লো,মুসলমানের রক্ত ঝরল,
কেউ হাসলো আর কেউ কাঁদল,ওটা কি বলে ধর্ম মানব, ধর্মের শন্ন্যাসা?
এখন লুকের মুখে শুনা যায়,সমাজ নাকি বেইমান?
কে ধরেছে এমন মিথ্যের স্লোগান,
কে করেছে ধর্মের অপমান ভাবনা হয়েছে চিন্তার গান।

তবু বলি মিথ্যে ছেড়ে দাও, সত্যের সঙ্গ নাও
সত্যের কাছে ধর্ম সাজাও,বাঁচিবে জীবন প্রাণ।

0 Shares

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ