
আজও লিখা হয়নি.....
হয়নি আজও স্বপ্ন লিখা
মিথ্যে রে মোর মায়,
তোর মায়াতে পইরা আমি
হারাই সবি ছাঁয়া....
তুই কেমন করে ভাংলি রে মর
আলো ভালোবাসা!
তোর মায়াতে রইলাম আমি
ওরে সবিতা।
তোর জন্য লিখা ডাইরি...
গল্প কবিতা
তোর জন্য স্বপ্ন লিখা
মায় সবিতা,
তোমার মতই থাকলে তুমি
আমায় চিনলা না!
এখন স্বপ্ন আমার স্বপ্ন হলো
হয়নি কবিতা!
তুই কেমন করে হারিয়ে গেলি
আমায় দিয়ে দুঃখ,
তুই যদি থাকিস ভালো
আমি হবো ধন্য,
তোকে মিথ্যে বাধী,আপরাধী
যাই বলি না কেনো.....
মায়ার কাছে অতীত গুলো
খুঁজে গেলো স্বপ্ন,!
রোজ রাইতে তোর জন্য লিখা কবিতা।
মিথ্যে আমার গল্প লিখা,মিথ্যে সবিতা
তোর জন্য নিয়ম করে রোজ লিখা গান
আজ সব গুলো মিথ্যে হলো,সূরের অবধানা।
১৬টি মন্তব্য
শিরিন হক
অবধানা মানে কী?
ভাঙলি রে মর?
লিখা?
মায়?
খুব সুন্দর লিখেছেন
সাবিনা ইয়াসমিন
@শিরিন হক, এগুলো আঞ্চলিক ভাষা। একজন লেখক যখন নিজ ভাষায় কোনোকিছু লেখেন, তখন অনেক সময়েই তার কথ্যভাষা ব্যাবহার করেন 🙂
সঞ্জয় মালাকার
সাবিনা দিদি বলেদিয়েছেন, আমার আর কিছু বলার নেই,
ভালো থাকুন সব সময় শুভ কামনা রইলো।
নিতাই বাবু
আজও লিখা হয়নি…..
হয়নি আজও স্বপ্ন লিখা
মিথ্যে রে মোর মায়,
তোর মায়তে পইরা আমি
হারাই সবি ছাঁয়া….
দাদা, এভাবে হলে মনে হয় ভালো হতো। যেমন:
আজও লেখা হয়নি…..
হয়নি আজও স্বপ্ন লেখা
মিথ্যে রে মোর মায়া.
তোর মায়তে পইরা আমি
হারাই সবি ছাঁয়া….
আমার ভুলও হতে পারে।
সঞ্জয় মালাকার
হয়তো সুন্দর হতো, তবে
দাদা এই লেখা গুলো আমি আমার আঞ্চলিক ভাষায় লিখেছি।
তাই আমি আমার লেখা চেঞ্জ করতে পারবো না।
ধন্যবাদ দাদা শুভেচ্ছা রইলো।
তৌহিদ
লিখালিখি চালু রাখুন দাদা। সফলতা আসবেই।শুভকামনা রইলো।
নিতাই বাবু
লেখালেখির মাঝেই মরতে চাই।
সঞ্জয় মালাকার
চেষ্টা করি দাদা, কলম হাতে কর্ম ব্যস্ততা ভুলে থাকার,
ধন্যবাদ দাদা শুভকামনা রইলোো।
সাবিনা ইয়াসমিন
অনেকদিন পর আপনাকে ব্লগে পেলাম দাদা। এবার আর থামতে পারবেন না। প্রতিদিন একটি করে পোস্ট চাই কিন্তু 🙂
সঞ্জয় মালাকার
চেষ্টা করি দিদি,
কিন্তু সবার সাতে সময় উপযোগী হয়ে উঠতে পারেনি, কারণ কর্ম ব্যস্তার ঘরে দিন কাটে।ধন্যবাদ দিদি ভাল থাকবেন শুভ কামনা রইলো।
মনির হোসেন মমি
তুই কেমন করে হারিয়ে গেলি
আমায় দিয়ে দুঃখ,
তুই যদি থাকিস ভালো
আমি হবো ধন্য,
তোকে মিথ্যে বাধী,আপরাধী
যাই বলি না কেনো…..
মায়ার কাছে অতীত গুলো
খুঁজে গেলো স্বপ্ন,!
ব্যাস্ততায় সোনেলাকে মনে রেখেন সে জন্য ধন্যবাদ।লেখাটি অনেকটা আধুনিক গানের আদলে। চমৎকার লেখা।
সঞ্জয় মালাকার
আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা,
অনেক অনেক ভালোবাসা ও শুভ কামনা রইলো।
আরজু মুক্তা
আবার নিয়মিত লিখছেন দেখে ভালো লাগলো।
কবিতাটা ভালো লাগলো, যদিও দুইবার পড়া লাগলো।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দিদি, কবিতাটি পরেছেন তাতেই আমি ধন্য, দোয়া করবেন সব সময় যেনো আপনাদে পাশে থাকতে পারি ।
Mohammad Didar
অসাধার কাব্যপাঠে
তৃপ্ত হলো মন
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দাদা, আমি মোহিত হলাম আমনাদের মমতায়, ভালো থাকুন সব সময় শুভ কামনা রইলো ।