মিথ্যে মায়া

রেজওয়ানা কবির ২ সেপ্টেম্বর ২০২২, শুক্রবার, ১২:০২:২৬পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১১ মন্তব্য

কাল রাত থেকেই এক আকাশ মেঘ অপেক্ষায় আছে কখন সকাল হবে !

ঝরঝর করে বৃষ্টি নামবে বলে চোখের কোনে জমানো অভিমানের ভীর বসেছে।

কার্নিশ বেয়ে পরিচিত প্রজাপতিদের বৃষ্টির উচ্ছ্বাসে ডানা ঝাপটানোর মেলাও বসেছে।

আঙ্গিনায় সবুজ দূর্বা ঘাসগুলো ও ধীরে ধীরে গাঢ় হলুদ হয়ে উঠেছে।

প্রতিনিয়তই প্রকৃতি তার নিজস্ব খেলায় মত্ত।

মেঘেরা ও রোদের সাথে সন্ধি করার প্রত্যাশায় রং ছটা খেলায় মগ্ন।

আর আমি,,,,,,,অলস দুপুরে বিছানায় গা এলিয়ে, অবসরে তোমার স্মৃতিতে হাত বুলিয়ে,

কোলাহলে তোমাকেই খুঁজে ফিরছি।

ভীষণ একাকীত্বেও তোমাতেই নিজেকে উল্টেপাল্টে নতুনভাবে আবিস্কারের চেষ্টায় প্রতিনিয়ত ছুটছি।

তুমি নিশ্চয়ই নাইস লুকিং, সো কিউট, ন্যাচারাল বিউটি সহ কত আবেগী কমেন্টে মুখোরিত করছো অন্য কারো প্রফাইলে?

এখানেই তোমার আমার বড্ড অমিল।

বিচ্ছেদ হলো, এক নিমিষেই তুমি ভুলে গেলে,

কী যেন দোষ দিয়েছিলে??

ভালোলাগার মত কোন ব্যাপারই নাকি আমার মাঝে নাই !

এরকম শত শত অজুহাতে একেবারে একা করে চলে গেলে তুমি।

আর আমি,,,,,,,

কই আমিতো একটুও বদলাইনি???

সময়ের দাবির কাছে আমিতো এখনো তোমার অপেক্ষার প্রহর গুনছি!

মেঘের আঁড়ালে মিষ্টি রোদের ভাজে তুমি আজও  জীবনের প্রতিটি অংশে অবিচ্ছেদ্যভাবে লেগে আছো!

অথচ তোমার কাছে ভালোবাসা যতটুকু পেয়েছি,

তা ছিল আমার কাছে ভ্রান্তি বিলাস, অলীক কল্পনা।

অনেকটা নাট্যমঞ্চে অভিনয় করার মত !

বলা চলে আর যাইহোক তুমি পাক্কা অভিনেতা বটে!!

যার ছলে ভুলিয়েছিলে আমায়,,,,

আমিও ভিষনভাবে তোমার ছলে ভুলেছিলাম।

হঠাৎ তুমিই দুরত্ব এঁকে দিয়ে মাঝখানে বিচ্ছেদের দেয়াল টেনে দিলে আমাদের মাঝে।

অপারগ আমি তখনও বোকার মত তোমায়, কবিতায়, ভাবনায়,আমার গানের কথায়,তোমার চোখের তাঁরায় এমনকি তোমার মনের আয়নায়ও খুঁজলাম!

অবশেষে পেলাম না কোথাও তোমায়।

তুমি সেদিন শেষপর্যন্ত এড়িয়েই গেলে,

বুঝিয়ে দিলে আমি কোনদিন ছিলামই না তোমার কোথাও।।।

আমিতো কখনোই বিচ্ছেদ চাইনি!!!!

উফফ!!!আর না!!! বড্ড ক্লান্ত আমি,,,,

এখন আমি খুব করে চাই তোমার সাথে তোমার মিথ্যেরা বেঁচে থাক।

একদিন হয়ত মিথ্যে খেলায় ক্লান্ত তুমি আবার নতুন করে খুঁজবে তোমাকে অন্য কারো চোখে,

তখন দেখবে তুমি নিজেও নেই কোথাও কারো চোখে বা বুকে।

এই দুনিয়ার দেনাপাওনার হিসেব খুবই কড়া!

মনে রেখো, প্রকৃতি তার ঋণ কখনোই নিজের কাছে রাখে না।

তবুও বেলাশেষে যদি কোন একদিন ভুল করে আমায় মনে পড়ে??

জেনে রেখো,আমি এখনো নিজেকে হারাই তোমার সেই মিথ্যে মায়ায়।।।

ছবিঃ নেট থেকে।

0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ