টানা ৯দিন পর চার দেয়ালের বাইরে সবুজ ঘাসের স্পর্শ পেলো পা’জোড়া---খালি পায়ে হাঁটতে ভালোই লাগছিলো---অদূরে এক ছাগল’ছানার প্রতি চোখ পড়লো---ছোট্ট এই ছাগল’ছানা অনেক মনোযোগ দিয়ে ঘাস খাচ্ছিল---আমিও ধীর পায়ে তার কাছাকাছি চলে গেলাম---না ছানা’বাবুর সে দিকে খবরই নেই---অনুমতি ছাড়াই তার একটা ছবি তুলে নিলাম............

কী অদ্ভূত! একটা ছাগল’ছানা জন্ম নিয়েই নিজ পায়ে দাঁড়াতে পারে---নিজের খাবারের সন্ধান নিজেই করতে পারে-আবার তা নিজেই নিজ দায়িত্বে খেতে পারে কারো সাহায্যে ছাড়াই---কিন্তু আমরা তা পারি না---জীবনের অর্ধেকটা সময়ই আমরা অন্যের উপর র্নিভর হয়ে থাকি---অথচ নিজেদেরকে সৃষ্টির সেরা জীব হিসেবে দাবী করে আমাদের মাঝে সেকি অহংকার---আমরা কারো কাছ থেকে শিখতে চাই না---আমরা শিক্ষা দিতে চাই—হারাতে চাই নিজেকে উর্দ্ধ্বে রেখে অন্য সবকিছুকে...............

দেশব্যপী রাজনৈতিক অস্থিরতা—ক্ষমতার মিথ্যে গর্ব—মোড়ে মোড়ে পুলিশের নজরদারি-এ সব কিছুর মাঝে ছোট্ট এই ছানাকে দেখে আজ মনে হলো এর মতো আমরা মানুষরাও শুধুমাত্র জন্ম আর মৃত্যুতেই অসহায়---আর বাকী মাঝের সময়টা আমরা কি করি?---হিংসা-হানাহানি-ক্ষমতার দ্বন্ধ-দখল-অহংকার-মোহ-হত্যা-নির্যাতন-নিপীড়ন-ঘৃনা-অভিনয়-অপমান-অবহেলা---এ সবইতো করি-আমরা মানুষেরা---আমাদের পূর্ববর্তী প্রজন্ম যেমন জন্ম-মৃত্যুর মাঝের সময়টাতে আমাদের জন্য সুন্দর সুশৃঙ্খল সুনিশ্চিত সুনিশ্চয়তা সুনিরাপত্তা কোন কিছুই করে যেতে পারেনি—ঠিক তেমনি আমরাও পারবো না আমাদের পরবর্তী প্রজন্মের জন্য সুন্দর কিছু রেখে যেতে...........

অথচ আমরা মানুষ---সৃষ্টির সেরা জীব হিসেবে আমাদেরই উচিত সুন্দরের জন্ম দেওয়া---নিজের বুদ্ধি বিবেককে কাজে লাগিয়ে দেশ ও দশের জন্য কিছু করা---সার্কাসের মঞ্চে অনেক পশুর দেখানো কলা-কৌশল আর ছল-চাতুরী দেখে আমরা বিস্মিত হই---কিন্তু দুর্ভাগ্যের বিষয়-আমরা একবারও ভেবে দেখি না একজন মানুষ কি করে মাথা/বুদ্ধি খাটিয়ে বাঘ-সিংহ-হায়েনা-হাতীর মতো বড়ো বড়ো হিংস্র ও ভয়ঙ্কর জানোয়ারদের কাবু করে ফেলছে................

অথচ ক্ষমতালোভী মানুষের হিংস্র নোংরা কর্মকান্ডকে আমরা নিয়ন্ত্রন করতে পারছি না---আমরা আমাদের মনুষ্যত্বের পরিচয় দিতে পারছি না---আমরা মানুষ হয়ে মানুষকে সম্মান দিতে পারছি না---উজাড় করে আমরা ভালবাসতে পারছি না---কারো ভালবাসাকেও আমরা সম্মান করতে পারছি না---তাহলে আমরা কিভাবে সৃষ্টির সেরা জীব হই?...................

(খেয়ালী মেয়ের যত বকবক)

0 Shares

২৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ