“মা”

মনির হোসেন মমি ১৯ মার্চ ২০১৪, বুধবার, ০৯:০০:৩৭অপরাহ্ন কবিতা ১৫ মন্তব্য

'মা'
ছোট্ট একটি শব্দ বিশাল তার মর্যাদা
সারা পৃথিবীর সেরা সবার প্রিয় মা
কখনও সে হয় জননী কখনও হয় জায়া
কখনও কন্যা আবার কারো ছায়াঁ।
মা'
নারী মাতৃত্ত্বের সাফল্যতা
একটি জীবনের নতুন পৃথিবী
একটি নারীর অসহীয় যন্ত্রনার চরম স্বার্থকতা
মানুষ হিসাবে নস্বর দূনিয়ায় নিজেকে যাহির করা।
মা'
আমার আত্ত্বার শান্তির পরশ বয়ে আনা
আমার চলার পথে এক মাত্র উচ্চ আর্শিবাদ
আমার বেড়ে উঠা,শৈশব-কৈশরের রক্ষক
যৌবনে সূ-পথে চলার দিক নির্দেশক।
মা'
কোলাহল অশান্তি পৃথিবীর এক মাত্র বট বৃক্ষ
শীতল ছায়ায় প্রশান্তি আনে তার মায়াবী আচলেঁর তলে
পৃথিবীর হিমালয়ের সর্বো নিম্ম হিমান্তকের মাত্রাকেও হার মানিয়ে
জীবনকে এনে দেয় এক অনাবিল সূখের ছন্দ।
মা'
যার আছে বিদ্যমান করো যন্ত তারে
ঠিক,শিশুকালে তুমি যেমন ছিলে মায়ের কোলে
তার বিশেষ কোন চাওয়া নেই,নেই পাওয়ার
সন্তানের সূখে সে হাসে দুঃখে তার কলিজা ফাটে।
মা'
যার নেই সে বুঝে জীবনে তার কি অবদান
সে বীনা জীবন যেমন তরকারীর নিরামিস
দাত থাকিতে দাতের মর্যাদা যে না বুঝে
ভবিষৎতে তার কপালে বহু দুঃখ থাকে।
মা'
তুমি আছো বলেই এই পৃথিবীর সৃষ্টি
তুমি আছো বলেই সুন্দর পৃথিবীতে মেলেছি দৃষ্টি
পৃথিবীর নিয়মে কয়
"ইটকলটি মারলে পাটকেলটি খেতে হয়"।

0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ