মা

রিমি রুম্মান ২৪ জানুয়ারি ২০১৪, শুক্রবার, ০৯:৫৩:১২পূর্বাহ্ন বিবিধ ১৪ মন্তব্য

ভোরে কিংবা দিনান্তে নিদ্রা ভঙ্গের পীড়াপীড়ি নেই
প্লেটে সযত্নে আরেকটু তুলে দেবার জোরাজুরি নেই
জ্বরপোড়া শরীরের পাশে ক্লান্তিহীন কেউ জেগে নেই
বিদায়বেলায় কপালে সেই আলতো চুমুর পরশ নেই।

সময় পেরিয়ে অসময়ে কেন আজ সবই বুঝি
হারিয়ে তারে দু'চোখের তারায় কেবলই খুঁজি
ঝড়ের বেগে কেন জীবনের প্রতিটি প্রভাত আসে
ভাদ্র মাসের ভরা নদীর মত নয়ন দু'টি ভাসে__?

সাধ জাগে মাগো, তোমার খুব পাশে
একটুখানি বসি, একেবারে গা'য়ে গা ঘেঁষে
চুপ্‌টি করে জড়িয়ে ধরে মিষ্টি গন্ধ শুকি
চাঁদের আলোয় নয়ন ভরে তোমায় শুধু দেখি।

0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ