মা !

সুপায়ন বড়ুয়া ২৮ ডিসেম্বর ২০১৯, শনিবার, ১২:৪০:৪৬অপরাহ্ন কবিতা ২৩ মন্তব্য

তোমার কাছে বলার ছিল
মা হারানোর গল্প ,
আমার কাছে বেদনা বিঁধুর
তোমার কাছে অল্প।

আমার কষ্টে মুখ ঢাকলে
তুমি চুপটি করে হাসো,
কষ্টটুকু আমারি থাক
বল মা-কে ভালবাসো।

মা-কে আমি যখন দেখি
কাঁচ বাধানো প্রেমে ,
তখন তুমি মুচকি হাসো
মা-কে খুঁজো নামে।

মায়ের মুখে সেই হাসিটা
ফ্রেমে খুঁজে ফিরি ,
বুকটা বড়ই ফাঁকা লাগে
অন্ধকারে ঘুরি।

মা-টা আমার ছায়ার মতো
আগলে আমায় রাখে ,
যখন আমার বিপদ আসে
ডাকতে থাকি মাকে।

মা-কে আমি দেখতে থাকি
স্বপ্ন ঘোরে রাতে ,
ঘুম ভাঙলে কাঁদতে থাকি
মা-কে ফিরে পেতে।

মা-টা আমায় ফেলে গেলে
কোন অভিমানে ?
সন্ধ্যা-তারায় আজো খুঁজি
যদি দেখা মেলে।

পর জনমে ফিরে এসো
আবার সুযোগ পেলে ,
রাখব আমি মাথায় করে
মান-অভিমান ভুলে।

0 Shares

২৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ