মায়ের সাথে কথা হচ্ছিল
উনি জিজ্ঞেস করলেন
-কেমন আছো
উত্তরে আমি বললাম
-ভালো আছি শুধু একটু…
-কতবার কতো করে বলছি ভালো কবিরাজ দেখাও।
-মা আবার শুরু করলে! জানোই তো আমি ওসব বিশ্বাস করি না।
-আচ্ছা ঠিক আছে বিশ্বাস না করো। কিন্তু একবার কবিরাজ দেখাতে তো সমস্যা নেই।
– একই কথা বলে ঘ্যান ঘ্যান করো না তো।
-ভালো কথা বললে ঘ্যান ঘ্যান করা হয়! তাহলে এতো ব্যথা কেনো
-গত কয়েক রাত ঘুম হয়নি। তাই হয়তো…
-ঘুম হয় না কেনো? আর সবাই তো ঘুমায়
-কেনো ঘুম আসে না কী করে বলবো?
-ডাক্তারের কাছে গেলে কী হলো
-তেমন কিছু না, ঘুমের ওষুধ দিয়েছে কিন্তু সেটা খেয়েও ঘুম আসে না
– ঘুম আসবে কি করে! মোবাইল মোবাইল সব ঘুম খেয়ে নিয়েছে। সেদিন ওয়াজে বলছিল মোবাইল মানুষের এমন অবস্থা করবে যে দেশি বিদেশি ঘুমের ওষুধ খেয়েও ঘুম আসবে না
-মানে কী? এতোক্ষণ তো ভূত পেত নিয়ে বলছিলে। এখন আবার মোবাইল নিয়ে পড়লে! ছাড়ো তো! রাখছি ভালো থেকো
-এখন তো রাখবেই। আচ্ছা ঠিক আছে তুমিও ভালো থেকো
প্রতিদিন চলে এই একই কথা। হয় ভূত নয় ফোন
১৭টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
বাহ মা ও মেয়ের কথন বেশ লাগল ————
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন
ফয়জুল মহী
দারুণ উপস্থাপন I সুবচন ।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ
ছাইরাছ হেলাল
মোবাইল ও ভূত কাউকেই উপেক্ষা করা ঠিক না!!
আহা জীবন, আহারে জীবন!
সুরাইয়া পারভীন
মোবাইল আর ভূত দুটোই মস্তিষ্ক চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। মায়ের ধারণা
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
চমৎকার ।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
ধন্যবাদ।
সুপর্ণা ফাল্গুনী
ভালোই তো ভূত নয়তো মোবাইল। মা মেয়ের কথোপকথন দারুন লাগলো। অবিরাম শুভেচ্ছা ও শুভকামনা রইলো। ভালো থাকুন
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দিদি
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
সুপায়ন বড়ুয়া
সুন্দর তো ভুত আর মোবাইল সবার মাথা খাইছে
ভাল থাকবেন। শুভ কামনা।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
দালান জাহান
মায়েরা সবসময় সন্তানের জন্য উদ্বিগ্ন থাকেন
সুরাইয়া পারভীন
একদম সঠিক বলেছেন
আন্তরিক ধন্যবাদ জানবেন
আরজু মুক্তা
মোবাইল আর ভুত। কিছুটা সমান সমান
সুরাইয়া পারভীন
হা হা হা হা হা
সেটা আমার মাতাশ্রী বেশ উপলব্ধি করেছেন
আন্তরিক ধন্যবাদ জানবেন আপু
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়