মায়ের ভালবাসা

শামীনুল হক হীরা ৬ ডিসেম্বর ২০২০, রবিবার, ০২:১১:৫৭অপরাহ্ন একান্ত অনুভূতি ১৫ মন্তব্য

চলতে চলতে হয়তো পথও শেষ হয়ে যায়,
বলতে বলতে কথাও হয়তো শেষ হয়ে যায়।
দেখতে দেখতে দিনটাও শেষ হয়ে যায়,
অপেক্ষায় অপেক্ষায় রাতও শেষ হয়ে যায়।
দিন শেষে কিছুক্ষণের জন্য সূর্যও হারায়,
রাত শেষে কিছুক্ষণের জন্য চন্দ্রও হারায়।
একটা সময় মনের আবেগও ফুরিয়ে যায়,
এক সময় নদীর ঢেউও সাগরে হারিয়ে যায়।
স্বার্থের জন্য কিছু ভালবাসাও হারিয়ে যায়। 
কিন্তু মায়ের ভালবাসা কখনোও ফুরায় না,
মায়ের ভালবাসা কোনদিন হারিয়ে যায় না।
আর কোন অবস্থাতেই শেষ হয়েও যায় না।

৫৬৫জন ৪৮০জন
0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ