মায়ের কাছে চিঠি

নীলাঞ্জনা নীলা ১১ সেপ্টেম্বর ২০১৫, শুক্রবার, ০৩:২২:৩২পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৩২ মন্তব্য

সুস্মিত হাসির ছোঁয়া
সুস্মিত হাসির ছোঁয়া

মা,

তোমার গর্ভের ঘ্রাণ চাই আরেকবারএ জন্মের খোলস পড়ে আজও আমি ভালো হতে পারিনিঅযাচিত ভাবে বয়ে নিয়ে যাওয়া জীবনে আক্ষেপ করার সুযোগটুকু ও পেতে দিচ্ছে না রাত-দিনের বেহিসেবি পাঁচালীতোমার জঠরের রক্তের ভেতরে মাংসপিণ্ড হয়ে থাকার সময়গুলো আজও ডাকেওখানে ঝড় ছিলোনা, নিঃশ্বাসের ভাবনা ছিলোনা ছিলোনা ক্ষুদ-পিপাসার জ্বালা, ভালোবাসা পাওয়া-না-পাওয়ার হিসেব, ছিল না নগ্ন প্রতারণা। এখন আমি নিঃশ্বাসে শুধু উগ্রতর গন্ধ পাই, দম আটকে আসে মাআর বুঝি নিস্তার নেই আমি আজ মিছে ফসলের চাষী, রোজ বুনো ফসলের চাষ করে যাচ্ছিবিক্রি করছি রোজ তাকে-ওকে-অন্যকেবিনিময়ে খোলামকুচিআমি কি এতোই জটিল হয়ে গেছি? সবাই বলে অনেক মিষ্টতা ছিলো, এখন আমি শুধুই বিভীষিকাএই যে আমার খোলা দোকানসেখানে একটি আরশি ঝুলছে দেয়ালেএকটি সিন্দুক ও রাখা আছেওই বাক্সের ভেতর কি যে জমাচ্ছি, সে হিসেব কবে হবে, আদৌ হবে কিনা, জানিনা

সেই কবে থেকে ক্ষুধার্ত! বলতে পারো মা, এতো খিদে কেন আমার? স্বস্তির খিদে, সুখের খিদে, শান্তির খিদে, বন্ধুত্বের খিদেওসব খাদ্য এ পৃথিবীর কোথাও নেইঅথচ মনে আছে জরায়ুজ অবস্থায় ওসব খাদ্য আমার খিদে নিবারণ করতোতোমার গর্ভে আবার ফিরে যেতে চাইমা, জন্ম নেবো আবারও তোমার উষ্ণ উত্তাপের জন্যে

ইতি তোমার আত্মজা

**চেষ্টা করলাম একটিবার পৃথিবীর সকল সন্তানদের পক্ষ থেকে মায়েদেরকে একটি চিঠি দিতে। এ চিঠি শুধু আমার মামনির জন্যে না। সকল মায়েদের জন্যে। যারা কখনও তাদের সন্তানদের স্বস্তিটুকুই চায়, বিনিময়ে কিচ্ছু চায় না। পৃথিবীর সকল মায়েদের আমার প্রণাম।

হ্যামিল্টন, কানাডা
৮ সেপ্টেম্বর, ২০১৫ ইং।

0 Shares

৩২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ