মায়া বন্দরে কয়েক প্রহর-৬

নবকুমার দাস ১ ফেব্রুয়ারি ২০২১, সোমবার, ০৭:০৫:৩৯পূর্বাহ্ন কবিতা ১৫ মন্তব্য

মায়া বন্দরে কয়েক প্রহর-৬

 

নবকুমার দাস

 

মায়াবন্দরে বাশিঁ বাজে, সুর চুঁয়ে পড়ে পরিব্যাপ্ত চরাচরে,

আবারো গোষ্ঠজীবন, নবনী সুধা, শ্রীমতী রাধিকা ঘরেঘরে,

হ্লাদিনী প্রফুল্লতা চৌদিকে বহমান এই জগৎ সংসারে প্রেমে

তবুও শোকগাথা,বিষাদের বীজ শিমুলের মত আসে নেমে

মহাজাগতিক ধূলাখেলা,প্রলয় পতনের পর সৃষ্টি আবার আবার,

অতিসাধারণ মানব জনম তবুও কাপ্তানি করে সওয়ারি ছয় মল্লার ।

 

মায়ঞ্জন ঘন সুধা দৃষ্টিতে চেয়ে থাকি ভেলকি আলোছায়ায়

বাশিঁ বাজে,সুর চুঁয়ে পড়ে মহালোকে নিষ্কাম  মায়ায়

কান পেতে শুনি,ভেসে যাই নক্ষত্রলোকে , আকাশগঙ্গায় ।।

0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ