মায়া বন্দরে কয়েক প্রহর-৪

নবকুমার দাস ২৭ জানুয়ারী ২০২১, বুধবার, ০৯:০৮:০৮অপরাহ্ন কবিতা ৪ মন্তব্য

মায়া বন্দরে কয়েক প্রহর-৪

নবকুমার দাস

দিনশেষে বারেবারে ফিরে আসে নাবিক মন এই মায়াবন্দরে,

তুমি সেই বাতিঘর,দিশা দেখাও তমনিশায় উর্মিমুখর সাগরে,

ছেঁড়া পাল,ভাঙা হাল,বাতিল কম্পাস বুকে আশা জাগে,

নাব্য হৃদয়ের পোতাশ্রয়ে শ্রান্তমন বিরামে চনমনে ফের টগবগে,

নোঙরে টান,গ্যাংওয়ে ধরে পন্টুন,জেটিঘাট পুনরায়,

মাস্তুলশীর্ষে পতপত পতাকা, বদরবদর সুর সপ্তডিঙায়,

অভিলাষ অতিক্রমের,খরস্রোত পথ,ঝঞ্ঝাবাত উপল তটরেখা,

বন্দরে বন্দরে ঘোরাঘুরি,ঘুর্ণিপাক তবু অবিচল  সারেং একরোখা।

দিনশেষে তাই ফিরে আসা অসংখ্য নাবিকের এই মায়াবন্দরে,

আছে কত ব্যক্তিগত বাতিঘর,যে দেখায় দিশা ঢেউ উত্তাল সাগরে ।।

৩০৩জন ২৬০জন
0 Shares

৪টি মন্তব্য

মন্তব্য করুন

ফেইসবুকে সোনেলা ব্লগ