মায়া বন্দরে কয়েক প্রহর – ৩

নবকুমার দাস ২১ জানুয়ারি ২০২১, বৃহস্পতিবার, ০৯:৫৬:২৩পূর্বাহ্ন কবিতা ৬ মন্তব্য

মায়া বন্দরে কয়েক প্রহর - ৩ 

নবকুমার দাস

 

দুজনের দুটি পথ এসে মিশেগেছে  ছায়া সুশীতল বনপথে

দুজনের দুটি মন এসে মিশেগেছে বড় সুরম্য মায়ারথে।

 

মায়া বন্দরে দোলা দেয় ঢেউ, বায়ু বয়ে যায় আনমনে,

অবিন্যস্ত কেশরাশি,হাসিখুশি প্রাণ,মৃদুমন্দ সুর রিনরিনে,

মায়া বন্দরে আজ অনেক যাত্রী,অগনন ছায়া, নরনারী,

পথ গেছে এঁকেবেঁকে সুদুর দিগন্তে, সাগর সারসের ওড়াউড়ি ।

 

বহুপথ এসে মিশে গেছে নীরবে,পান্থজনের জনপথে।

গোধূলিবেলায় দুটি মন মিশে গেছে মায়াময় হৃৎপথে।

0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ