
মায়া বন্দরে কয়েক প্রহর – ২
নবকুমার দাস
অনির্ণেয় স্রোতে ভেসে আছি আকাশগঙ্গায়,
গহীন কৃষ্ণগুফা এবং আলোময় নীহারিকায়,
চঞ্চলা চারপাশে,অনন্ত জলধি সৌরসংসারে;
মায়াজালে আটকে রয়েছি,মধুময় ভ্রমে ভ্রমরে।
এই মায়া পৃথিবীর মধুশালায় আমদের সহজ সুর,
আমাদের পলক প্রহর, স্পন্দন বৃত্ত অজেয় মৃত্যুর;
নক্ষত্ররেণু গড়েছে আমাদের, সতত ভিন্নতর সন্নিবেশ।
খরতর চাঁদের মোলায়েম জোছনা,সৌরমুকুটের উদ্ভাস
গড়েছেন আমাদের প্রিয়তমা,চপল কালের মন্দিরা
অপাড় মাধুরী এ‘দুনিয়ায় ধরা-অধরা ,পরা-অপরা ।
কাটাতে এসেছি প্রহর আশ্চর্য এই মায়াবন্দরে
অজ্ঞেয় পথনির্দেশ,দুর্বল কাছি,জংধরা নোঙরে ,
মায়াজালে আটকে রয়েছি, মোহ-মাতাল প্রহরে …
১২টি মন্তব্য
জাহাঙ্গীর আলম অপূর্ব
খুব সুন্দর লেখা
শুভকামনা রইল
নবকুমার দাস
অনেক অনেক ধন্যবাদ অপূর্ব দাদাভাই । ভালো থাকবেন ।
ফয়জুল মহী
নৈপুণ্যময় ও নান্দনিকতার এক নিপুণ নির্মাণ!
ভালো লাগা অশেষ।
নবকুমার দাস
অনেক অনেক ধন্যবাদ দাদাভাই । উৎসাহ পাচ্ছি । ভালো থাকবেন ।
স্বপ্ন গোধূলি
সুন্দর কবিতা। কিন্তু আমার প্রোপিক টা এভাবে নিয়ে নিলেন!
অথচ ছবিটা খুঁজে পেতে আমার খুব কষ্ট করতে হয়েছিলো।
নবকুমার দাস
ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি । এই ছবির সবটুকু কৃতিত্ব আপনারই । আমি আমার পছন্দের ছবি আপলোড করতে বারবার ব্যর্থ হই। পরে বাধ্য হয়ে অপশনে পাওয়া ছবি ও বিষয়ের সাযুজ্য দেখে নিয়েছিলাম। সকালে ব্যস্ততার কারণে ও অনভিজ্ঞতায় স্বীকৃতিটুকু দিয়ে উঠতে পারিনি । এখনি তা উল্লেখ করছি । আশা করি বুঝবেন ।
স্বপ্ন গোধূলি
আপনার সাবলীল স্বীকারোক্তিকে সাধুবাদ জানাই। আমি আপনাকে মর্মাহত করে থাকলে সর্যি। আশা করছি আগামীতে আমরা পরস্পরের সহযোগিতা করতে পারবো। শুভেচ্ছা আপনাকে।
সুপর্ণা ফাল্গুনী
মায়া বন্দরের মোহের প্রহর গুনছে আবালবৃদ্ধবনিতা। চমৎকার উপস্থাপন দাদা। নিরন্তর শুভকামনা। ভালো থাকুন নিরাপদে থাকুন
নবকুমার দাস
অনেক অনেক ধন্যবাদ দিদিভাই ।আপ্লুত হলাম । আপনিও ভালো থাকবেন । 🙏🍁
স্বপ্ন নীলা
অনির্ণেয় স্রোতে ভেসে আছি আকাশগঙ্গায়,
গহীন কৃষ্ণগুফা এবং আলোময় নীহারিকায়,
চঞ্চলা চারপাশে,অনন্ত জলধি সৌরসংসারে;
মায়াজালে আটকে রয়েছি,মধুময় ভ্রমে ভ্রমরে।”———- আমি পড়ছি আর মুগ্ধ হচ্ছি, অসাধারণ আপনার লেখনী, সুন্দর আর সাবলীল ——-লিখুন ! দুহাত খুলে লিখুন —শুভকামনা রইল
নবকুমার দাস
ধন্যবাদ দিদিভাই 🙏
ভালো থাকবেন । লেখার চেষ্টা করে যাচ্ছি । ☘
আরজু মুক্তা
মোহ মায়া কাটুক