ট্রেনটা যখন কিছু সময়ের জন্য কমলাপুর রেলওয়ে স্টেশনে,
তখন আমি জানালার বাইরে মুখ করে একটা মেয়েকে দেখে রীতিমতো ঘাবড়ে গেছি।
তাড়াহুড়ো করে মেয়েটার হুলস্থুল অবস্থা
আর চোখের কোটরে ভীষণভাবে ফুলে লাল হয়ে আছে!
কি আশ্চর্য; মেয়েটা নিশ্চয়ই কেঁদেছে?
এই ধরুন, কোনো উজ্জ্বল রং দেখলেই যেমন আমাদের সবার চোখে পড়ে
ঠিক সে রকম।
তবে, মেয়েটার পরিহিত তেমন উজ্জ্বল কিছু ছিল না
পরনে ছিল রং-চটে যাওয়া একটা শাড়ি!
এবার আপনারাই হয়তো বলবেন, এ আর এমন কি? রোজই তো দেখি
না, আজকের দেখার সাথে খুব একটা মিল নেই।
রোজ কি আকাশটা এমন মুখ করে থাকে?
মনে হচ্ছিল মেয়েটার ঐ মলিন মুখখানায়
এক চিলতে হাসিতে আকাশটা ঠিক উজ্জ্বল হয়ে যেত।
মেয়েটা তার হাতের কাছে থাকা লোকদের দিকে তাকাচ্ছেই না,
এদিকে আমি যে তাকে লক্ষ্য করছি তাও দেখছে না।
কি মুশকিল! এসব মেয়েরা অবশ্য কিছুর খেয়াল রাখে না।
ট্রেনটা যখন ধীরে ধীরে চলতে শুরু করল
এক টুকরো কাগজে লিখলাম “কাজল পরতে ভুলবেন না” বলে ছুড়ে মারলাম।
মেয়েটা কি এক রেগে যাওয়ার ভঙ্গিতে তাকালেন।
এবার পাঠক বলবে, কি অদ্ভুত! প্রেমে পরেছেন নিশ্চয়ই?
না ঠিক প্রেমে পরিনি।
কিন্তু, চেয়ে থাকা সেই নিষ্প্রভ চোখের ভাষা কি আমি জানি না।
তবে কি মায়া?
৬টি মন্তব্য
নিতাই বাবু
খুব সুন্দর একটা কবিতা পড়লাম। লেখকের জন্য শুভকামনা থাকলো।
জিনিয়া জুঁই
অসংখ্য ধন্যবাদ।
হালিমা আক্তার
দারুন তো। একি ক্ষণিকের ভালোলাগা, না ভালোবাসা। যাই হোক খুব ভালো লাগলো। শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
প্রেমে মায়া থাকে কিন্তু সব মায়ার অর্থ প্রেম নয়।
ভিন্নরকম একটা কবিতা পড়লাম।
অনেক গোছানো আর সুন্দর কবিতা।
শুভ কামনা অবিরাম 🌹🌹
জিনিয়া জুঁই
ধন্যবাদ আপু। ভালোবাসা অবিরাম!
আলমগীর সরকার লিটন
বার পাঠক বলবে, কি অদ্ভুত! প্রেমে পরেছেন নিশ্চয়ই?
সুন্দর এক উপলব্ধিকর কাব্যিক কথা অনেক শুভ কামনা রইল