মায়াবী ( সোনেলা ম্যাগাজিন ২০২২ )

জিনিয়া জুঁই ২৭ জুলাই ২০২২, বুধবার, ০৬:৫৮:০৭অপরাহ্ন কবিতা ৬ মন্তব্য

ট্রেনটা যখন কিছু সময়ের জন্য কমলাপুর রেলওয়ে স্টেশনে,
তখন আমি জানালার বাইরে মুখ করে একটা মেয়েকে দেখে রীতিমতো ঘাবড়ে গেছি।
তাড়াহুড়ো করে মেয়েটার হুলস্থুল অবস্থা
আর চোখের কোটরে ভীষণভাবে ফুলে লাল হয়ে আছে!
কি আশ্চর্য; মেয়েটা নিশ্চয়ই কেঁদেছে?

এই ধরুন, কোনো উজ্জ্বল রং দেখলেই যেমন আমাদের সবার চোখে পড়ে
ঠিক সে রকম।
তবে, মেয়েটার পরিহিত তেমন উজ্জ্বল কিছু ছিল না
পরনে ছিল রং-চটে যাওয়া একটা শাড়ি!

এবার আপনারাই হয়তো বলবেন, এ আর এমন কি? রোজই তো দেখি
না, আজকের দেখার সাথে খুব একটা মিল নেই।
রোজ কি আকাশটা এমন মুখ করে থাকে?
মনে হচ্ছিল মেয়েটার ঐ মলিন মুখখানায়
এক চিলতে হাসিতে আকাশটা ঠিক উজ্জ্বল হয়ে যেত।

মেয়েটা তার হাতের কাছে থাকা লোকদের দিকে তাকাচ্ছেই না,
এদিকে আমি যে তাকে লক্ষ্য করছি তাও দেখছে না।
কি মুশকিল! এসব মেয়েরা অবশ্য কিছুর খেয়াল রাখে না।

ট্রেনটা যখন ধীরে ধীরে চলতে শুরু করল
এক টুকরো কাগজে লিখলাম "কাজল পরতে ভুলবেন না" বলে ছুড়ে মারলাম।
মেয়েটা কি এক রেগে যাওয়ার ভঙ্গিতে তাকালেন।

এবার পাঠক বলবে, কি অদ্ভুত! প্রেমে পরেছেন নিশ্চয়ই?
না ঠিক প্রেমে পরিনি।
কিন্তু, চেয়ে থাকা সেই নিষ্প্রভ চোখের ভাষা কি আমি জানি না।
তবে কি মায়া?

0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ