মাষ্টার মেয়ে

দালান জাহান ২৮ সেপ্টেম্বর ২০১৯, শনিবার, ০৭:৫৮:৪৫অপরাহ্ন কবিতা ৮ মন্তব্য

 

সুতোর মতো সেনারঙা মেয়ে
দরজার দাঁড়িয়ে ফিসফিস করে বললো
ভালোবাসি ভালোবাসি
জানালা ভেঙে ওড়ে গেল প্রথম পাখি
যে পাখি ওড়ে গেলে ফিরে আসে না
মনে পড়ল মাষ্টার মেয়ের প্রতিজ্ঞার কথা
এক জনমে আর ভালোবেসো না।

অথচ কতো স্বপ্নের স্বপ্নে
ট্রাইজিস সভ্যতার দেয়ালে দেয়ালে
আমরা এঁকেছিলাম ভালোবাসার বিস্ময় বিজ্ঞাপন
ভেতরের সাহসে ঠেলে সমুদ্রে ফেলেছিলাম
অন্ধ-আলো নির্মিত মানুষের গুণ
হাসতে হাসতে তুমি যারে করে দিলে খুন।

অথচ তুমি ভালোবাসছো ভালোবাসছো বহুকাল
বহু সন্তানের কলকল ধ্বনি তোমার ঘরে
বল হে মাষ্টার মেয়ে তবে কী মানুষ
প্রতিজ্ঞা ভাঙতেই প্রতিজ্ঞা করে ?।

দালান জাহান
২১/৯/১৯
সখিপুর।

3 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ

Thumbnails managed by ThumbPress