
সুতোর মতো সেনারঙা মেয়ে
দরজার দাঁড়িয়ে ফিসফিস করে বললো
ভালোবাসি ভালোবাসি
জানালা ভেঙে ওড়ে গেল প্রথম পাখি
যে পাখি ওড়ে গেলে ফিরে আসে না
মনে পড়ল মাষ্টার মেয়ের প্রতিজ্ঞার কথা
এক জনমে আর ভালোবেসো না।
অথচ কতো স্বপ্নের স্বপ্নে
ট্রাইজিস সভ্যতার দেয়ালে দেয়ালে
আমরা এঁকেছিলাম ভালোবাসার বিস্ময় বিজ্ঞাপন
ভেতরের সাহসে ঠেলে সমুদ্রে ফেলেছিলাম
অন্ধ-আলো নির্মিত মানুষের গুণ
হাসতে হাসতে তুমি যারে করে দিলে খুন।
অথচ তুমি ভালোবাসছো ভালোবাসছো বহুকাল
বহু সন্তানের কলকল ধ্বনি তোমার ঘরে
বল হে মাষ্টার মেয়ে তবে কী মানুষ
প্রতিজ্ঞা ভাঙতেই প্রতিজ্ঞা করে ?।
দালান জাহান
২১/৯/১৯
সখিপুর।
Thumbnails managed by ThumbPress
৮টি মন্তব্য
মনির হোসেন মমি
হয়তো তাই বিচিত্র মানুষের বিচিত্র মন।তবুও জয় হোক ভালবাসার।
মোঃ মজিবর রহমান
মানুস সবই পারে, তাই আমরা বাঘের বাচ্চা হতে চাই।
তাই হিংরতা আমাদের পাওনা।
নিতাই বাবু
আমরা তো মানুষ! আসলে হুশ নেই। বেহুশ বলেই, প্রতিজ্ঞা করতেও সময় লাগে না, ভাঙতেও সময় নেই। কাঁচের দেয়ালে এক টুকরো ঢিল ছুঁড়ে মারা। আর কী!
রেজওয়ান
সৃষ্টির সকল প্রাণীর মধ্যে মানুষই হয়তো সবচেয়ে বেশি রং বদলায়!
চাটিগাঁ থেকে বাহার
অপরিণত বয়সের প্রতিজ্ঞাকে আমলে নিতে নেই। পরিস্থিতির স্বীকারে প্রতিজ্ঞা উড়ে যায় খড়খোড়োর মতো।
জিসান শা ইকরাম
মাস্টার মেয়ে বড়ই নির্দয়,
সে প্রতিজ্ঞা করে মুখে, অন্তরে না।
শুভ কামনা।
শাহরিন
ভালোবাসার মাষ্টার খুবই কষ্ট দিয়েছে, সব মাষ্টাররাই মনে হয় কষ্ট দেয়।
আরজু মুক্তা
প্রতিজ্ঞা ভাঙ্গতেই প্রতিজ্ঞা করে।
ছলনা