মালা গেঁথে রেখো

অনন্য অর্ণব ২৮ জানুয়ারি ২০২০, মঙ্গলবার, ০৮:১২:৪৪অপরাহ্ন কবিতা ২৩ মন্তব্য

 

কোন এক বাসন্তী বিকেলে -
যদি দেখ কভু ডানা ঝাপটে উড়ে যায় উদ্বাস্তু গাঙচিল-
তোমার শহরে,
তুমি ঝরা বকুলের ছিন্ন পাপড়িতে মালা গেঁথে রেখো,
আর পৌষের কাছ থেকে চেয়ে নিও এক বিন্দু শিশিরের জল
আমি তৃষিত চাতক হয়ে খুঁজে নেবো প্রিয়া
তোমার আঁখির কোণে জমে থাকা নিদারুণ বারিধি বাদল।।

বাতায়ন খুলে যদি দেখ কভু ছুটে এসে দখিনা পবন
ছুঁয়ে দিতে চায় তব এলোকেশ রাশি-
ভরা জোছনায়, কোন পূর্ণিমা রাতে তুমি -
উপহার দিও তারে একচিলতে হাসি।।

ওখানে আমিও আছি তোমার শহর জুড়ে;
নিঃশ্বাসে আজ আমার বিদীর্ণ গগন,
আঁচল বিছিয়ে রেখো যে পথে আসবো আমি
ভাবছি অবাক হয়ে -
কেনই বা এতোখানি পুলকিত মন‌।।

 

0 Shares

২৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ