মানের রেশ

বোরহানুল ইসলাম লিটন ১২ ফেব্রুয়ারি ২০২১, শুক্রবার, ০৮:০৭:৫৪পূর্বাহ্ন কবিতা ১০ মন্তব্য

আফসোসে কয় কলমিলতা
তুচ্ছ আমার ফুল,
ক্যান তবু রব করলো সৃজন
বল দেখি ভাই গুল?

বৃথায় কাঁদিস গুল হেসে কয়
মুছ তো চোখের জল!
ভাব তবু তোর মানটা কি নয়
শুদ্ধ ছাদের তল?

দাম যদি দেয় সত্য সাধু
আমায় ভাবিস বেশ,
যাই যদি বা খলের গলে
রয় তাতে কি রেশ??

0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ