আমরা ক্রমশ বন্য আদিম অসভ্যতা বর্বরতার দিকে এগিয়ে যাচ্ছি। শ্রেষ্ঠ জীব মানব থেকে দানবে পরিণত হচ্ছি। পরিণত হচ্ছি নরপিশাচ জানোয়ারে। মানুষের প্রতি মানুষের দরদ মায়া মমতা সহানুভূতি সহমর্মিতা ভালোবাসা স্নেহ সম্মান শ্রদ্ধা দিন দিন যেন লোপ পেতে বসেছে। ভুলে যেতে বসেছে মানবতা সামাজিকতা আন্তরিকতা সৌজন্যতা বিনয় নৈতিকতা ধর্মীয় রীতিনীতি এবং অনুশাসন। অতি তুচ্ছ কারণেও মানুষ মানুষের প্রাণ নিতে ভয় পায় না আজকাল। জীবন্ত মানুষকে চাপাতি রামদা কিরিচ দিয়ে কুপিয়ে লাঠিপেটা করে গায়ে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে মারতে কারো বুক এতটুকু কেঁপে উঠছে না। শিশু, নারী নির্যাতন, নিপীড়ন, যৌন হয়রানি, ধর্ষণ, খুন হত্যার পাশাপাশি দেশে ইদানীং গণপিটুনিতে বর্বর,পশাবিক, নির্মম, নিষ্টুরতার শিকার হচ্ছে যার প্রায় সবাই নিরীহ শ্রেণীর মানুষ। গত ১৮ জুলাই’১৯ থেকে ২১ জুলাই’১৯ পর্যন্ত মাত্র চার দিনে দেশে গণপিটুনিতে শিকার হয়ে নিহত হয়েছে সাতজন। আর বিগত সাত মাসে সারাদেশে মোট নিহতের সংখ্যা হচ্ছে ৩৭ জন। ভূপেন হাজারিকার কথায় -- ‘যদি দানব বা কখনো হয় মানুষ, লজ্জা কি তুমি পাবে না।’ হে মানুষ এখনো সময় আছে তোমাদের কৃতকর্মের জন্য লজ্জিত হওয়ার। মানব হিসেবে মানবতার পরিচয় দেয়ার।

 

0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ