আমরা ক্রমশ বন্য আদিম অসভ্যতা বর্বরতার দিকে এগিয়ে যাচ্ছি। শ্রেষ্ঠ জীব মানব থেকে দানবে পরিণত হচ্ছি। পরিণত হচ্ছি নরপিশাচ জানোয়ারে। মানুষের প্রতি মানুষের দরদ মায়া মমতা সহানুভূতি সহমর্মিতা ভালোবাসা স্নেহ সম্মান শ্রদ্ধা দিন দিন যেন লোপ পেতে বসেছে। ভুলে যেতে বসেছে মানবতা সামাজিকতা আন্তরিকতা সৌজন্যতা বিনয় নৈতিকতা ধর্মীয় রীতিনীতি এবং অনুশাসন। অতি তুচ্ছ কারণেও মানুষ মানুষের প্রাণ নিতে ভয় পায় না আজকাল। জীবন্ত মানুষকে চাপাতি রামদা কিরিচ দিয়ে কুপিয়ে লাঠিপেটা করে গায়ে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে মারতে কারো বুক এতটুকু কেঁপে উঠছে না। শিশু, নারী নির্যাতন, নিপীড়ন, যৌন হয়রানি, ধর্ষণ, খুন হত্যার পাশাপাশি দেশে ইদানীং গণপিটুনিতে বর্বর,পশাবিক, নির্মম, নিষ্টুরতার শিকার হচ্ছে যার প্রায় সবাই নিরীহ শ্রেণীর মানুষ। গত ১৮ জুলাই’১৯ থেকে ২১ জুলাই’১৯ পর্যন্ত মাত্র চার দিনে দেশে গণপিটুনিতে শিকার হয়ে নিহত হয়েছে সাতজন। আর বিগত সাত মাসে সারাদেশে মোট নিহতের সংখ্যা হচ্ছে ৩৭ জন। ভূপেন হাজারিকার কথায় — ‘যদি দানব বা কখনো হয় মানুষ, লজ্জা কি তুমি পাবে না।’ হে মানুষ এখনো সময় আছে তোমাদের কৃতকর্মের জন্য লজ্জিত হওয়ার। মানব হিসেবে মানবতার পরিচয় দেয়ার।
১৮টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
এই অমানুষদের অন্তরে মহান আল্লাহপাক সিসা দিয়েছেন যাতে আরও অমানুষ হয়, আর পরকালে অগ্নিকুন্ডে জ্বলুক।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
ধন্যবাদ ভাইজান আপনার সুচিন্তিত মতামতের জন্য।
মোঃ মজিবর রহমান
আপনাকেও ধন্যবাদ ভাইজান।
জাহাঙ্গীর আলম অপূর্ব
এক অসম্ভব সুন্দর লেখা।।।
শুভকামনা রইল।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
ধন্যবাদ ভাইজান আপনার সুচিন্তিত মতামতের জন্য।
হালিমা আক্তার
খুব সুন্দর লিখেছেন। আল্লাহ সকলকে হেদায়েত দান করুন।যেন সকলে পরিপূর্ণ মানুষ হতে পারি। শুভ কামনা অবিরাম।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ।
বোরহানুল ইসলাম লিটন
এ যেন সভ্যতার বিপর্যয়।
মানুষ মানষের প্রতি সহানুভূতির বড়ই অভাব।
আন্তরিক শুভ কামনা জানবেন সতত।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আপনার সুন্দর মতামতের জন্য অশেষ ধন্যবাদ ভাইয়া। সঠিক বলেছেন — “এ যেন সভ্যতার বিপর্যয়।
মানুষ মানষের প্রতি সহানুভূতির বড়ই অভাব”।
ছাইরাছ হেলাল
জানি-না আমরা দিন কে দিন আমাদের নীতি নৈতিকতা/বিবেক বোধ কোথায় হারিয়ে ফেলছি।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
হ্যাঁ ভাইয়া আমারও মনে হয়ে আমরা সবকিছু এভাবে কেন পরিত্যাগ করছি। ধন্যবাদ।
আরজু মুক্তা
মানবিকতা জাগ্রত হোক।
শুভ কামনা ভাই।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
জ্বি সুন্দর বলেছেন — “মানবিকতা জাগ্রত হোক”। মতামতের জন্য অশেষ ধন্যবাদ আপা।
সুপর্ণা ফাল্গুনী
চরম অসভ্য , নোংরা, ইতর মানবিকতার পথে আছি আমরা। বিবেক, মনুষ্যত্ব বিলীনের পথে। অজস্র ধন্যবাদ আপনাকে ভালো একটি পোস্ট দেয়ার জন্য। মানবিকতা জাগ্রত হোক সবার অন্তরে। অফুরন্ত শুভকামনা রইলো
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আপনার মতো –” মানবিকতা জাগ্রত হোক সবার অন্তরে” আমাদের সবার চাওয়া একই। ধন্যবাদ দিদি।
জিসান শা ইকরাম
মানবতা বর্তমানে আছে শুধু লেখার মধ্যে, বাস্তবে নেই।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
চমৎকার বলেছেন ভাইয়া — “মানবতা বর্তমানে আছে শুধু লেখার মধ্যে, বাস্তবে নেই”। ধন্যবাদ ভাইয়া।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আপনার মতো –” মানবিকতা জাগ্রত হোক সবার অন্তরে” আমাদের সবার চাওয়া একই। ধন্যবাদ দিদি।