মানুষ বনাম প্রকৃতি

ফজলে রাব্বী সোয়েব ১৩ মে ২০২২, শুক্রবার, ১১:৫০:১৩পূর্বাহ্ন কবিতা ৪ মন্তব্য

প্রকৃতির নিস্তব্ধতা অনেক ভয়ঙ্কর কিছুর

আগমনের বার্তা দেয়।

হতে পারে সেটা প্রলয়ংকারী ঘূর্ণিঝড়

কিংবা অঝোর বৃষ্টি, যার রূপান্তর ঘটে বন্যায়।

একটা মানুষও কখনো কখনো

নিস্তব্ধ হয়ে যায় প্রকৃতির মত।

হৃদয়ে রক্তক্ষরণ হানা দেয়,

তীব্র আর্তনাদ করে ভেতরে ভেতরে,

দিনের পর দিন অযাচিত কষ্টগুলো

তাকে ধীরে ধীরে শেষ করে দিয়ে যায়।

অপলক চেয়ে থাকা আর

হার মেনে নেয়া ছাড়া তখন আর

তার করার কিছুই থাকে না।

 

প্রকৃতি ঘুরে দাঁড়ায়, বেঁচে ওঠে

কিন্তু মানুষ ঘুরে দাঁড়াতে পারে না,

বেঁচে ওঠে ঠিকই না বাচার মত করে।

দুটোর মাঝে পার্থক্য এখানেই।

২৪০জন ১৭৩জন
0 Shares

৪টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ