মানুষ নামের প্রেত

বোরহানুল ইসলাম লিটন ৪ মার্চ ২০২২, শুক্রবার, ০৬:৫৫:২৩পূর্বাহ্ন ছড়া ১১ মন্তব্য

মন্দ ভালো দু’জন মিলেই ভাবনা বয়,
তাই বলে সীন তারচে’ ভালো
কিংবা রাজের মনটা কালো
এমন কথা বক্ষে পুষে রাখতে হয়?

চলতে হবে সবার সাথেই
মটকা রেখে ঠিক।
হাসছো শুনেই ফিক?
ধিক তোমাকে ধিক!
ভাবো দেখি হুঁশ যদি হয়
নিদ্রাতে বা অজান্তে ক্ষয়
মাঙতো না কি মনুষ্য সার
ভেদের দ্বারে ভিক?

করছে কারা ভেদ?
ওরা কালের মান বিনাশী,
স্বভাব বলে সর্বগ্রাসী,
হোক না ছুরত একই তবু
’মানুষ নামের প্রেত!’

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

২৮৮জন ১৮৩জন
0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ