চারিদিকে শুধু ঠকবাজ, জালিয়াত আর জোচ্চোর। মানুষ কে বিশ্বাস করতেই ভয় হচ্ছে। কিছু মানুষের যেন আজকাল প্রতারণা করতেই ভালো লাগে। কাউকে ঠকানোর পর তারা মনে করে বিশাল এক বুদ্ধিমানের কাজ করেছে, কিন্তু তারা কি জানে নিজের অজান্তে তারা নিজেদের কাছে ছোটো হয়ে যাচ্ছে, অনুসুচনার পাহাড় গড়ছে নিজেদের জন্য!!

হয়তো জানেনা আর জানলেও তোয়াক্কা করেনা, না হলে কেন তারা প্রতারিত করবে আর কেনই বা কেউ প্রতারিত হবে।

প্রতারণার শিকার হয়ে হাজার মানুষ আজ দিশে হারা, কেউবা মানসিক ভাবে আবার কেউবা আর্থিক ভাবে।

( সীমা সারমিন )

0 Shares

৫টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ

Thumbnails managed by ThumbPress