আমি মানুষ,জন্মসূত্রে।
পিতা মানুষটার ঔরসে,
মাতা মানুষটার গর্ভে লালিত,
আমি মানুষ।
মেডিক্যাল সায়েন্সও বলে আমি মানুষ।
রক্ত,মাংস,শিরা,উপশিরা সবই মানুষের মতো।
আবেগ,অনুভুতি,বিবেক,চেতনাবোধ,
মানবিকতার অধিকারী আমি,
তাই আমি মানুষ।
আমার সমাজ আছে, পরিবার আছে,
পারিবারিক বন্ধনে অাবদ্ধ আমি
সামাজিকতা রক্ষা করে চলতে পারি,
শাসন,অনুশাসন মেনে চলতেও জানি।
তাই আমি মানুষ।
পঞ্চেন্দ্রিয় সম্পন্ন জীব আমি।
তাই আমি মানুষ।
আচ্ছা, আমি যদি দেখেও না দেখি !
শুনেও না শুনি !
আঘাত পেয়েও মুখ বুঁজে সহ্য করি !
অস্বাদ বুঝেও ভান করি !
পঞ্চন্দ্রিয়ের সকল অনুভূতিকে অগ্রাহ্য করি !
তবে কী আমি মানুষটিই থাকব?
নাকি পরিণত হব ভিন্ন কিছুতে?
Thumbnails managed by ThumbPress
৫টি মন্তব্য
নীলাঞ্জনা নীলা
মানুষের সংজ্ঞা দিতে চাইলেন নাকি?
ঠিক বুঝলাম না।
ইকরাম মাহমুদ
ইন্দ্রিয়ানুভূতি অগ্রাহ্য করেও কি মানুষ থাকা যায়?
ইঞ্জা
শেষের লাইনের উত্তর হবে জড় পদার্থ।
নাসির সারওয়ার
কঠিন প্রশ্ন!
অমানুষ বলা যেতে পারে!
আবু খায়ের আনিছ
ভেবে ভেবে হই দিশেহারা,
কে দিবে উত্তরের পথের ইশারা।